বিএসএফ শিবিরে হামলার ঘটনায় মহারাষ্ট্র থেকে গ্রেফতার ২ মাওবাদী

ছত্তীসগঢ়ের কাঁকেরে বিএসএফ শিবিরের কাছে হামলা চালানোর অভিযোগে মহারাষ্ট্রের গড়চিরৌলি থেকে গ্রেফতার হল এক দম্পতিকে। ধৃতরা হল দসরু পুঙ্গটি ওরফে বিক্রম (৩৫) এবং তাঁর স্ত্রী নির্মলা। পুলিশ জানিয়েছে, ওই দম্পতি মাওবাদী। তাদের মহারাষ্ট্র থেকে ছত্তীসগঢ়ে আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৫ ১৭:৫৮
Share:

ছত্তীসগঢ়ের কাঁকেরে বিএসএফ শিবিরের কাছে হামলা চালানোর অভিযোগে মহারাষ্ট্রের গড়চিরৌলি থেকে গ্রেফতার হল এক দম্পতিকে। ধৃতরা হল দসরু পুঙ্গটি ওরফে বিক্রম (৩৫) এবং তাঁর স্ত্রী নির্মলা। পুলিশ জানিয়েছে, ওই দম্পতি মাওবাদী। তাদের মহারাষ্ট্র থেকে ছত্তীসগঢ়ে আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

গত ১২ এপ্রিল কাঁকেরের ছোটে বইঠিয়ায় একটি বিএসএফ ক্যাম্পের কাছে হামলা চালায় মাওবাদীরা। গুলির লড়াইয়ে আহত হন রমেশকুমার সোলাঙ্কি নামে বিএসএফের এক হেড কনস্টেবল। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় দসরু এবং তাঁর স্ত্রী জড়িত বলে প্রাথমিক তদন্তে জানতে পারে বিএসএফ। অভিযুক্তরা গড়চিরৌলির কানসুরে লুকিয়ে আছে বলে গোপন সূত্রে খবর পায় তারা। এর পরই স্থানীয় পুলিশের সাহায্যে সেখানে হানা দেয় বিএসএফ। শনিবার স্থানীয় বুরগি-পিপলি গ্রাম থেকে ওই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এর আগেও মহারাষ্ট্র-ছত্তীসগঢ় সীমান্তে বহু হামলা চালানোর অভিযোগ রয়েছে।

অন্য দিকে, তোলাবাজির অভিযোগে বিহারে গ্রেফতার করা হয় ৬ জনকে। মুজফ্ফরপুরের পুলিশ সুপার রঞ্জিত কুমার মিশ্র জানিয়েছেন, শেহওয়ার জেলা থেকে তিন জন, মুজফ্ফরপুর থেকে দু’জন এবং সীতামঢ়ী জেলা থেকে এক জনকে গ্রেফতার করা হয়েছে। ওই আধিকারিক আরও জানিয়েছেন, মোবাইলের কল লিস্ট ঘেঁটে ছয় জনের মধ্যে পারষ্পরিক সম্পর্ক আছে বলে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, স্থানীয় হাথাউরি জেলার বহু ইটভাটা মালিক এই ৬ জনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের করেন পুলিশে। ইটভাটা মালিকেরা তাঁদের অভিযোগে জানিয়েছেন, সিপিআই ( মাওবাদী) দলের প্যাডে তোলা দাবি করে ধৃতেরা। না দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকিও দেয় তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement