তেজস্ক্রিয় লিক, তীব্র আতঙ্ক দিল্লির বিমানবন্দরে

তেজস্ক্রিয় পদার্থ লিক করে তীব্র আতঙ্ক ছড়াল দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে। সূত্রের খবর, শুক্রবার সকালে তুরস্ক থেকে আসা একটি বিমান থেকে বিমানবন্দরের কার্গো বিভাগে ছড়ায় এই তেজস্ক্রিয় পদার্থ। চিকিত্সার জন্য একটি বেসরকারি হাসপাতালে সরবরাহ হওয়ার কথা ছিল ওই তেজস্ক্রিয় পদার্থের। লিক হওয়ার সঙ্গে সঙ্গে তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছন বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। আসেন অ্যাটমিক এনার্জি কমিশনের সদস্যরাও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মে ২০১৫ ১৪:০৯
Share:

তেজস্ক্রিয় পদার্থ লিক করে তীব্র আতঙ্ক ছড়াল দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে।

Advertisement

সূত্রের খবর, শুক্রবার সকালে তুরস্ক থেকে আসা একটি বিমান থেকে বিমানবন্দরের কার্গো বিভাগে ছড়ায় এই তেজস্ক্রিয় পদার্থ। চিকিত্সার জন্য একটি বেসরকারি হাসপাতালে সরবরাহ হওয়ার কথা ছিল ওই তেজস্ক্রিয় পদার্থের। লিক হওয়ার সঙ্গে সঙ্গে তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছন বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। আসেন অ্যাটমিক এনার্জি কমিশনের সদস্যরাও। জায়গাটি ঘিরে ফেলেন নিরাপত্তাকর্মীরা। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন সিআইএসএফের এক আধিকারিক। পরে তেজস্ক্রিয় লিকের সত্যতা স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আতঙ্কের কোনও কারণ নেই।

লিক হওয়া তেজস্ক্রিয়টিকে ক্লাস সেভেন পর্যায়ের সোডিয়াম আয়োডাইড বলে চিহ্নিত করা হয়েছে। সিআইএসএফ-এর এক কর্তা বলেন, “এ দিন ভোর ৪টে ৩৫ মিনিট নাগাদ তুরস্কের একটি বিমানে সোডিয়াম আয়োডাইডের ক্লাস সেভেন পর্যায়ের ওই তেজস্ক্রিয় আসে। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে সরবরাহ হওয়ার কথা ছিল সেটির। কোনও ভাবে সেটি লিক করে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।”

Advertisement

দিল্লিতে তেজস্ক্রিয় লিকের ঘটনা অবশ্য নতুন নয়। বছর চারেক আগে রাজধানীর মায়াপুরী শিল্পাঞ্চলে কোবাল্ট-৬০ বিকিরণের ফলে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েক জন। পরে এক জনের মৃত্যুও হয়। এ দিন বিপর্যয় মোকাবিলা দল এবং নিরাপত্তাবাহিনীর তত্পরতায় অবশ্য বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন