‘রক অন ২’-এর শ্যুটিং শুরু অগস্টে

গিটার, প্রেম, বন্ধুতা, লড়াই ‘ইজ ইক্যুয়াল টু’ ‘রক অন’। ২০০৮-এ বড় পর্দায় বন্ধুত্বের সংজ্ঞাটাই বদলে দিয়েছিলেন ফারহান আখতার, অর্জুন রামপালদের ‘বয়েস গ্যাং’। যা দেখে সিনে গ্যালারি বলে উঠেছিল ‘রক অন’। সঙ্গে বাড়তি সংযোজন ছিল প্রাচী দেশাইয়ের সৌন্দর্য। সেই ম্যাজিক ফের আসছে সিলভার স্ক্রিনে। অগস্টের শেষে শুরু হচ্ছে ‘রক অন’-এর সিক্যুয়েল ‘রক অন ২’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মে ২০১৫ ১৬:২৫
Share:

গিটার, প্রেম, বন্ধুতা, লড়াই ‘ইজ ইক্যুয়াল টু’ ‘রক অন’। ২০০৮-এ বড় পর্দায় বন্ধুত্বের সংজ্ঞাটাই বদলে দিয়েছিলেন ফারহান আখতার, অর্জুন রামপালদের ‘বয়েস গ্যাং’। যা দেখে সিনে গ্যালারি বলে উঠেছিল ‘রক অন’। সঙ্গে বাড়তি সংযোজন ছিল প্রাচী দেশাইয়ের সৌন্দর্য। সেই ম্যাজিক ফের আসছে সিলভার স্ক্রিনে। অগস্টের শেষে শুরু হচ্ছে ‘রক অন’-এর সিক্যুয়েল ‘রক অন ২’।

Advertisement

প্রযোজক রীতেশ সিধওয়ানি জানিয়েছেন, “শিলং ও মেঘালয়ের পাহাড়ি অঞ্চলে এই ছবির শ্যুটিং করা হবে। ২০১৬-র অগস্টে মুক্তি পাবে ছবিটি।” নতুন ছবিতে ফারহানদের টিমে যোগ দেবেন শ্রদ্ধা কপূর। ‘হায়দর’, ‘এক ভিলেন’-এ সাফল্য পাওয়ার পর ‘রক অন ২’ তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ। শক্তি-কন্যার নিষ্পাপ অভিনয় বন্ধুত্বের রসায়নে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করেন রীতেশ।

ফারহান ও রীতেশের প্রযোজনায় ‘রক অন’-এর সিক্যুয়েলের পরিচালনা করবেন সুজাত সওদাগর। পরিচালক হিসাবে তাঁর হাতেখড়ি হবে ‘রক অন ২’-এর মাধ্যমেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement