জালালাবাদের ব্যাঙ্কে বিস্ফোরণ, মৃত ৩৩

পর পর তিন বার বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের জালালাবাদ শহর। শনিবার সকালের এই তিন বিস্ফোরণে এখনও পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আফগান প্রশাসন সূত্রে খবর। তবে এই ঘটনার দায় এখনও পর্যন্ত স্বীকার করেনি তালিবান। আফগান প্রশাসন সূত্রে খবর, নানগারহার অঞ্চলের জালালাবাদ শহরের ‘নিউ কাবুল ব্যাঙ্ক’-এ স্থানীয় সময় সকাল সাড়ে আটটা নাগাদ প্রথম বিস্ফোরণ ঘটে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৫ ১৬:১৮
Share:

বিস্ফোরণস্থলে পুলিশি তল্লাশি। ছবি: এএফপি।

পর পর তিন বার বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের জালালাবাদ শহর। শনিবার সকালের এই তিন বিস্ফোরণে এখনও পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আফগান প্রশাসন সূত্রে খবর। তবে এই ঘটনার দায় এখনও পর্যন্ত স্বীকার করেনি তালিবান।

Advertisement

আফগান প্রশাসন সূত্রে খবর, নানগারহার অঞ্চলের জালালাবাদ শহরের ‘নিউ কাবুল ব্যাঙ্ক’-এ স্থানীয় সময় সকাল সাড়ে আটটা নাগাদ প্রথম বিস্ফোরণ ঘটে। এই ব্যাঙ্কে সরকারি কর্মচারীদের, বিশেষ করে পুলিশকর্মীদের মাইনে হয়। এর রেশ কাটতে না কাটতেই মাত্র ৬০ মিটার দূরে ‘দ্য আফগানিস্তান ব্যাঙ্ক’-এর একটি শাখায় বিস্ফোরণ ঘটে। দু’ক্ষেত্রেই আত্মঘাতী হামলা হয়েছে বলে আফগান পুলিশ জানিয়েছে। দু’টি ঘটনা মিলিয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর পরেই একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে বিস্ফোরণ ঘটে। তবে এই ঘটনায় হতাহতের সংখ্যা জানা যায়নি।

আফগান প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের পরে তল্লাশি চালানোর সময়ে বিস্ফোরক বোঝাই দু’টি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। সেই বোমা দু’টি নিষ্ক্রিয় করা হয়েছে। এ দিন আফগান সরকারের ক্যাবিনেট পদের ১৫টি আসনে নির্বাচন হওয়ার কথা।

Advertisement

এ দিনের এই হামলার তীব্র নিন্দা করেছে পাকিস্তান। আফগান সরকারকে এই ঘটনার তদন্তে সব রকমের সহযোগিতার আশ্বাসও দিয়েছে পাক সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন