শিল্পাঞ্চলে বন্ধ হল কারখানা

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ হল একটি কেব্‌ল তৈরির কারখানা। বৃহস্পতিবার সকালে শ্যামনগরের নিক্কো কেবল কর্পোরেশন লিমিটেড নামে ওই কারখানার গেটে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেন কতৃর্পক্ষ। ফলে কর্মহীন হলেন শিল্পাঞ্চলের প্রায় সাড়ে ছ’শো শ্রমিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ব্যারাকপুর শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৫ ১৭:৫৮
Share:

কারখানার বাইরে শ্রমিকদের ভিড়। ছবি: সজল চট্টোপাধ্যায়।

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ হল একটি কেব্‌ল তৈরির কারখানা। বৃহস্পতিবার সকালে শ্যামনগরের নিক্কো কেবল কর্পোরেশন লিমিটেড নামে ওই কারখানার গেটে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেন কতৃর্পক্ষ। ফলে কর্মহীন হলেন শিল্পাঞ্চলের প্রায় সাড়ে ছ’শো শ্রমিক। এই ঘটনার ফলে সংস্থার শ্রমিকেরা এ দিন সকাল ৮টা থেকে ভাটপাড়ার ঘোষপাড়া রোড অবরোধ করেন। প্রায় চল্লিশ মিনিট অবরোধ চলে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উৎপাদন না হওয়ার ফলে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। গত তিন মাস ধরে এই সংস্থা থেকে শ্রমিকেরা কোনও বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। সিটুর নেতৃত্বে এই পথ অবরোধ হয়। কারখানায় আইএনটিটিইউসি-র সংগঠন থাকা সত্ত্বেও তারা এই অবরোধে সামিল হয়নি বলে সিটুর তরফে জানানো হয়েছে। এ প্রসঙ্গে ভাটপাড়া পুরসভার বিদায়ী পুরপ্রধান অর্জুন সিংহ বলেন, ‘‘রাস্তায় নেমে আমরা প্রতিবাদ জানাইনি ঠিকই, তবে ওই কারখানা খোলার জন্য আমরা যা যা ব্যবস্থা নেওয়ার নেব। কতৃর্পক্ষ এই কারখানাতেই ওই ইউনিটের উপর আরও একটি ইউনিট চালাচ্ছে বলে শুনেছি। যদি কারখানা চালু না হয়, তাহলে আমরা ওই ইউনিটও বন্ধ করে দেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন