সল্টলেকে প্রাতর্ভ্রমণকারী খুনে গ্রেফতার আরও ২

সল্টলেকে প্রাতর্ভ্রমণকারী কার্তিক সাহার খুনে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হলেন নজরুল মণ্ডল এবং মফিজুল হক। রবিবার গভীর রাতে খড়দহ ও বারাসত থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় এই নিয়ে মোট চার জনকে গ্রেফতার করা হল। মফিজুল ও নজরুল সম্পর্কে শ্যালক-জামাইবাবু। ৫০ হাজার টাকার চুক্তিতে এদের দিয়েই কার্তিকবাবুকে খুন করানো হয়েছিল বলে অনুমান পুলিশের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০১৫ ১২:৫৮
Share:

সল্টলেকে প্রাতর্ভ্রমণকারী কার্তিক সাহার খুনে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হলেন নজরুল মণ্ডল এবং মফিজুল হক। রবিবার গভীর রাতে খড়দহ ও বারাসত থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় এই নিয়ে মোট চার জনকে গ্রেফতার করা হল। মফিজুল ও নজরুল সম্পর্কে শ্যালক-জামাইবাবু। ৫০ হাজার টাকার চুক্তিতে এদের দিয়েই কার্তিকবাবুকে খুন করানো হয়েছিল বলে অনুমান পুলিশের।

Advertisement

গত ৭ মে প্রাতর্ভ্রমণে বেরিয়ে খুন হন রাজ্যের উচ্চশিক্ষা দফতরের কর্মী কার্তিকবাবু। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দিনই সল্টলেকের বৈশাখী আবাসন থেকে গ্রেফতার করা হয় স্থানীয় ব্যবসায়ী কুন্তল সামন্তকে। পরে গ্রেফতার করা হয় কার্তিকবাবুর স্ত্রী সুজাতা সাহাকে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ওই ব্যবসায়ীর সঙ্গে কার্তিকবাবুর স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝামেলা হত। নিছক ত্রিকোণ সম্পর্কের জেরেই কী খুন, না কি এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement