রানাঘাট কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার

অবশেষে গ্রেফতার হল রানাঘাট কাণ্ডের মূল অভিযুক্ত। ঘটনার প্রায় দেড় মাস পরে মূল অভিযুক্তকে গ্রেফতার করল সিআইডি। সিআইডি সূত্রের খবর, মিলন সরকার নামে ঘটনায় মূল অভিযুক্তকে বৃহস্পতিবার শিয়ালদহ স্টেশন থেকে গ্রেফতার করা হয়। পাশাপাশি আরও এক অভিযুক্ত ওহিদুল ইসলাম ওরফে বাবুকেও এ দিন গ্রেফতার করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০১৫ ১০:৫৯
Share:

স্কুলের সিসিটিভি ফুটেজ। —ফাইল চিত্র।

অবশেষে গ্রেফতার হল রানাঘাট কাণ্ডের মূল অভিযুক্ত। ঘটনার প্রায় দেড় মাস পরে মূল অভিযুক্তকে গ্রেফতার করল সিআইডি। সিআইডি সূত্রের খবর, মিলন সরকার নামে ঘটনায় মূল অভিযুক্তকে বৃহস্পতিবার শিয়ালদহ স্টেশন থেকে গ্রেফতার করা হয়। পাশাপাশি আরও এক অভিযুক্ত ওহিদুল ইসলাম ওরফে বাবুকেও এ দিন গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, মিলন এবং বাবু দু’জনেই বাংলাদেশি। ঘটনার পর তারা বাংলাদেশেই পালিয়ে যায়। সে কারণে প্রথমে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে গোপন সূত্রে বাংলাদেশ থেকে তাদের ফেরার খবর পেয়ে শিয়ালদহ স্টেশনে যায় পুলিশের একটি তদন্তকারী দল। স্টেশন থেকেই তাদের গ্রেফতার করা হয়।

গত ১৪ মার্চ রানাঘাটের একটি কনভেন্ট স্কুলে ঢুকে লুঠপাট এবং ৭৪ বছরের এক সন্ন্যাসিনীকে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার নিন্দা হয় দেশ জুড়ে। আলোড়ন সৃষ্টি হয় আন্তর্জাতিক মহলেও। স্কুলের সিসিটিভি ফুটেজ থেকে আট অভিযুক্তের ছবি পাওয়া গেলেও অপরাধীদের ধরতে কার্যত ব্যর্থ হয় রাজ্য পুলিশ। পুলিশের ভূমিকা নিয়ে এলাকাবাসীদের প্রশ্নের মুখে পড়তে হয় প্রশাসনকে। অপরাধীরা ভিন রাজ্যে বা দেশে গা ঢাকা দিতে পারে এই সন্দেহে তদন্তের ভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়। ঘটনার ১২ দিন পরে সিআইডি প্রথম এই ঘটনার গোপাল সরকার-সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। ঘটনার পরে হাবরার বাসিন্দা গোপালের বাড়িতেই ঘটনায় যুক্ত দুষ্কৃতীরা আশ্রয় নিয়েছিল বলে পুলিশ জানতে পারে। তাকে জেরা করেই মিলন ও বাবুর খোঁজ পায় সিআইডি। স্কুলের সিসিটিভি ফুটেজেও মিলন এবং বাবুর ছবি ছিল বলে গোয়ান্দারা জানিয়েছেন। এই ঘটনায় এই নিয়ে মোট পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement