অবৈধ সম্পর্কের জের, মালবাজারে স্বামীকে খুনের অভিযোগে ধৃত স্ত্রী

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৪ ১৬:৪১
Share:

স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন স্ত্রী। মালবাজার শহরের ১৫ নম্বর ওয়ার্ডের পানোয়ার বস্তির ঘটনা। মৃতের নাম গৌতম চাকী (৪৫)।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গৌতম ও তাঁর স্ত্রী লিসার মধ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রায় দিনই অশান্তি হত। তার জেরেই শনিবার গভীর রাতে স্বামীর মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করেন লিসা। ঘটনাস্থলেই মৃত্যু হয় গৌতমবাবুর। রবিবার সকালে মালবাজার থানায় এসে আত্মসমর্পণ করেন লিসা। পুলিশ আরও জানিয়েছে, গৌতমবাবুর এক মেয়ে ও ছেলে। তাঁরা ঘটনার দিন কেউই বাড়িতে ছিল না।

এ দিন থানায় আত্মসমর্পণ করে লিসা জানিয়েছেন, শনিবার রাতে তাঁকে ছুরি নিয়ে আক্রমণ করেন গৌতম। নিজেকে বাঁচাতে কাঠের ভারী বাটাম দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। লিসার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement