অর্পিতা ঘোষকে ফের জিজ্ঞাসাবাদ ইডি-র

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৪ ১৭:৫৮
Share:

অর্পিতা ঘোষ। —ফাইল চিত্র।

সারদা মামলায় ফের অর্পিতা ঘোষকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকাল সাড়ে ন’টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়। গত শুক্রবার তাঁকে এক দফা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।

Advertisement

২০১১ সালে একটি বেসরকারি সংস্থা কিনেছিলেন সারদা-কর্তা সুদীপ্ত সেন। সেই সংস্থার অধীনস্থ একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে জড়িত ছিলেন অর্পিতা। এখনও পর্যন্ত শুরু না-হওয়া সেই চ্যানেলের এগজিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। সূত্রের খবর, এ দিন অর্পিতাকে মূলত তিনটি বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এক) ওই চ্যানেল অধিগ্রহণের কাগজপত্র বৈধ ছিল কি না, দুই) কেন্দ্রীয় সরকারের বিভাগীয় মন্ত্রকের অনুমোদন মিলেছিল কি না এবং তিন) অর্পিতা এই কাজের জন্য কত টাকার বেতনে চুক্তিবদ্ধ হয়েছিলেন সুদীপ্তর কোম্পানির সঙ্গে। এ ছাড়া, ওই চ্যানেলে কাজের পাশাপাশি অর্পিতা তাঁর এক্তিয়ার বহির্ভূত কোনও কাজে জড়িত ছিলেন কি না— সে বিষয়েও এ দিন ইডি-র প্রশ্নের মুখে পড়তে তাঁকে। তবে এই সব প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান বলে ওই সূত্রের খবর।

প্রশ্নোত্তরপর্ব শেষে সল্টলেকের ইডি-র অফিস থেকে বের হওয়ার সময় দৃশ্যতই বিধ্বস্ত দেখাচ্ছিল বালুরঘাটের তৃণমূল প্রার্থীকে। সাংবাদিকদের দেখে কিছুটা মেজাজও হারান তিনি। তাঁকে ফের জিজ্ঞাসাবাদের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement