অস্ট্রেলীয় ওপেন জিতলেন জকোভিচ

অস্ট্রেলীয় ওপেনে পুরুষদের সিঙ্গলস খেতাব জিতলেন নোভাক জকোভিচ। তাঁক আটকাতে পারলেন না অ্যান্ডি মারে। রবিবারে মেলবোর্ন পার্কে ফাইনালের দিকে তাকিয়েছিল গোটা বিশ্ব। কার মাথায় মুকুট উঠবে এটা নিয়ে জোর জল্পানা চলছিল। টেনিস মহলে এই আলোচনাও ঘুরপাক খাচ্ছিল যে, জোকাররের বিজয়রথ কেউ যদি থামাতে পারে, তিনি হলেন অ্যান্ডি মারে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:২২
Share:

অস্ট্রেলীয় ওপেন জেতার পর জকোভিচ। ছবি:এএফপি।

অস্ট্রেলীয় ওপেনে পুরুষদের সিঙ্গলস খেতাব জিতলেন নোভাক জকোভিচ। তাঁক আটকাতে পারলেন না অ্যান্ডি মারে। রবিবারে মেলবোর্ন পার্কে ফাইনালের দিকে তাকিয়েছিল গোটা বিশ্ব। কার মাথায় মুকুট উঠবে এটা নিয়ে জোর জল্পানা চলছিল। টেনিস মহলে এই আলোচনাও ঘুরপাক খাচ্ছিল যে, জোকাররের বিজয়রথ কেউ যদি থামাতে পারে, তিনি হলেন অ্যান্ডি মারে। কিন্তু না, জোকার ফের প্রমাণ করে দিলেন তিনিই সেরা! এই নিয়ে পাঁচ বার অস্ট্রেলীয় ওপেন জিতলেন তিনি। এ দিন খেতাব জিতে জকোভিচ আবার বুঝিয়ে দিলেন হার্ড কোর্টে তিনিই রাজা। তিনি মারেকে ৭-৬, ৬-৭, ৬-৩ ও ৬-০ ফলাফলে হারান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement