অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি মুরলী বিজয়ের

গাব্বার সবুজ উইকেটে ভয় নয়, অস্ট্রেলিয়াকে প্রত্যাঘাত দেওয়ার লক্ষ্য নিয়েই বুধবার ব্রিসবেনে নেমেছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এর আগে জয়ের কাছে পৌঁছেও অ্যাডিলেডের হার মেনে নিতে পারেনি ভারতীয় দল। দুই ওপেনার মুরলী বিজয় এবং ধবন দুরন্ত ভাবে শুরুটা করলেও দলের ৫৬ রানের মাথায় ফিরে যান ধবন। তবে লড়াই চালিয়ে যান মুরলী বিজয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৪ ১২:০৭
Share:

শতরানের পর মুরলী বিজয়। ছবি: এপি।

গাব্বার সবুজ উইকেটে ভয় নয়, অস্ট্রেলিয়াকে প্রত্যাঘাত দেওয়ার লক্ষ্য নিয়েই বুধবার ব্রিসবেনে নেমেছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এর আগে জয়ের কাছে পৌঁছেও অ্যাডিলেডের হার মেনে নিতে পারেনি ভারতীয় দল। দুই ওপেনার মুরলী বিজয় এবং ধবন দুরন্ত ভাবে শুরুটা করলেও দলের ৫৬ রানের মাথায় ফিরে যান ধবন। তবে লড়াই চালিয়ে যান মুরলী বিজয়। ওয়াটসনের পর পর দুই বল বাউন্ডারিতে পাঠিয়ে শতরান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ১৪৪ রানে আউট হন তিনি। তাঁর শতরানের ইনিংসে রয়েছে ২২টি বাউন্ডারি। মধ্যাহ্নভোজের বিরতির পর ব্যক্তিগত ১৮ রানে পূজারা এবং ১৯ রানে প্যাভিলিয়নে ফেরেন কোহলি। বিরতির পর এই জোড়া উইকেট পতনের ধাক্কা সামলে বিজয়ের ব্যাটে ভর করেই ঘুরে দাঁড়ায় ভারত। তবে অস্ট্রেলিয়ার পেস অাক্রমণ সামলে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে অজিঙ্ক রাহানের ভূমিকাও কিছু কম নয়। ৭৫ রানে অপরাজিত রয়েছেন রাহানে। তাঁর সঙ্গে ২৬ রানে অপরাজিত রয়েছেন রহিত শর্মা। প্রথম দিনের শেষে ভারতের রান ৪ উইকেটে ৩১১।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন