আইন ভেঙে কর্তব্যরত পুলিশকর্মীকেই পেটালেন বাস-কন্ডাকটর

রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি বাসকে সরিয়ে রাখতে বলায় কর্তব্যরত পুলিশকর্মীকে মারধরের অভিযোগ উঠল এক কন্ডাকটরের বিরুদ্ধে। বুধবার সকালে উত্তর ২৪ পরগনার বারাসতের কলোনি মোড়ের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বারাসত শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৪ ১৫:২৬
Share:

রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি বাসকে সরিয়ে রাখতে বলায় কর্তব্যরত পুলিশকর্মীকে মারধরের অভিযোগ উঠল এক কন্ডাকটরের বিরুদ্ধে। বুধবার সকালে উত্তর ২৪ পরগনার বারাসতের কলোনি মোড়ের ঘটনা।

Advertisement

কী হয়েছিল এ দিন?

পুলিশ সূত্রে খবর, সকাল ৮টা নাগাদ কলকাতা থেকে মালদহগামী একটি বাস কলোনি মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে ছিল। যানজট তৈরি হবে এই আশঙ্কায় জেলা ট্রাফিক পুলিশের সাব-ইনস্পেকটর মহেশ্বর মাণ্ডি বাসটির কন্ডাকটরকে সেটিকে একটু সরিয়ে দাঁড় করাতে বলেন। এই নিয়ে দু’এক কথা বলার ফাঁকে কন্ডাকটর তাঁকে আচমকাই সজোরে ধাক্কা মারেন বলে অভিযোগ করেন ওই পুলিশকর্মী। শুধু তাই নয়, তাঁর গালে সপাটে থাপ্পড়ও মারা হয় বলে জানিয়েছেন মহেশ্বরবাবু।

Advertisement

এই ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত কন্ডাকটর অজিত ঘোষকে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, “এসআই-এর করা অভিযোগের ভিত্তিতে বাস কন্ডাক্টরকে আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

সপ্তাহখানেক আগে সার্ভে পার্ক থানার সন্তোষপুরে এক ট্যাক্সিচালকের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগে কেস দিতে গিয়ে স্থানীয় কাউন্সিলরের হাতে আক্রান্ত হতে হয়েছিল সেখানকার দুই পুলিশকর্মী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন