আইসিসি-র রায়ে নির্বাসনে আজমল, আবেদন করবে পিসিবি

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৭:০৭
Share:

সেই বিতর্কিত বোলিং অ্যাকশন। ছবি: এএফপি।

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য বিশ্বের সেরা অফস্পিনার সইদ আজমলকে নির্বাসিত করল আইসিসি। আইসিসি অনুমোদিত একটি নিরেপেক্ষ সংস্থার বিচারে আজমলের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ দেখা দিয়েছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়েছে। এর ফলে আজমলকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনির্দিষ্ট কালের জন্য নির্বাসিত করা হল। তবে এই রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারবেন আজমল। ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তরফে জানানো হয়েছে, এ বিষয়ে তারা আইসিসি-র কাছে আবেদন জানাবে।

Advertisement

গত মাসের গোড়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে প্রথম টেস্ট চলাকালীন আজমলের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট দেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট এবং দুই আম্পায়ার বেন অক্সফোর্ড ও ইয়ান গুল্ড। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আইসিসি-র তরফে গত ২৫ অগস্ট ব্রিসবেনে তাঁর বায়োমেট্রিক টেস্ট করানো হয়। সেই রিপোর্টে দেখা যায়, আজমলের বোলিং অ্যাকশন প্রয়োজনীয় ১৫ ডিগ্রি ‘টলারেন্স লেভেল’ পেরিয়ে যাচ্ছে।

এ দিনের বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ক্ষেত্রে আইসিসি-র ২.৪ ধারা অনুযায়ী বোলিং অ্যাকশন পাল্টে ফের আপিল করতে পারবেন আজমল।

Advertisement

তবে এই বিতর্কেও ঘাবড়াচ্ছেন না আজমল। আগামী বছরের বিশ্বকাপ খেলার বিষয়েও আশাবাদী তিনি। আজমলের পাশে দাঁড়িয়েছেন পিসিবি-র শীর্ষ কর্তারা। এ দিন গদ্দাফি স্টেডিয়ামে এক জরুরি বৈঠকে বসেন পিসিবি-র মুখ্য নির্বাচক মইন খান। তিনি বলেন, “এ বিষয়ে সঠিক তথ্য না জানলেও সইদের অ্যাকশনের উপরে কাজ চলছে।” তিনি আরও বলেন, সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি-র নতুন নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। দু’সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আবেদন করা হবে বলেও জানিয়েছেন মইন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন