আমেরিকায় শাখা ছিটমহল কমিটির

এ বার আমেরিকায় শাখা খুলল ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। আন্তর্জাতিক স্তরে ছিটমহল বিনিময়ের দাবির সপক্ষে জোরালো জনমত গড়ে তোলার ভাবনা থেকেই আমেরিকার সল্টলেক সিটির এক দল প্রবাসী ভারতীয় সংগঠন গড়তে উদ্যোগী হন। তথ্যচিত্র নির্মাতা প্রবাসী বাঙালি অনামিকা বন্দ্যোপাধ্যায়কে আহ্বায়ক করে কমিটির কাজ শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২৬
Share:

এ বার আমেরিকায় শাখা খুলল ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। আন্তর্জাতিক স্তরে ছিটমহল বিনিময়ের দাবির সপক্ষে জোরালো জনমত গড়ে তোলার ভাবনা থেকেই আমেরিকার সল্টলেক সিটির এক দল প্রবাসী ভারতীয় সংগঠন গড়তে উদ্যোগী হন। তথ্যচিত্র নির্মাতা প্রবাসী বাঙালি অনামিকা বন্দ্যোপাধ্যায়কে আহ্বায়ক করে কমিটির কাজ শুরু হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন শ্রীনিবাসন রঘুরমন, লিপিকা সালেয়া, মধুমিতা ভট্টাচার্যের মতো একাধিক বিজ্ঞানী। কমিটির সহকারী সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত জানান, সংসদে চলতি বাজেট অধিবেশনে ছিটমহল বিনিময়ে স্থল সীমান্ত চুক্তি বিল পেশ না হলে, নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরের সামনে মে মাস নাগাদ বিক্ষোভ দেখানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement