আরামবাগে অ্যাসিড হামলা কলেজ ছাত্রীকে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৪ ১৫:১৬
Share:

বর্ধমানের পাড়াপুকুরের পর এ বার হুগলির আরামবাগ। ফের অ্যাসিড হামলার শিকার এক কলেজ ছাত্রী। তাঁর বাড়ি বাঁকুড়ার জয়পুরে। নেতাজি মহাবিদ্যালয়ে পড়ার সুবাদে আরামবাগেই থাকতেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী। সেই সময় চার যুবক মোটরবাইকে করে এসে আচমকাই তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে। হামলায় ছাত্রীটির ডান হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত পুড়ে গিয়েছে। তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রীটি পুলিশকে জানিয়েছে হামলাকারীদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। ফলে কাউকেই তিনি চিনতে পারেননি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

গত ২৪ জুলাই বর্ধমানের পাড়াপুকুরে রাজ কলেজের দ্বিতীয় বর্ষের এক কলেজ ছাত্রীর মুখে অ্যাসিড ছোড়ে এক যুবক। পুলিশ তদন্তে নেমে অয়ন শেখ নামে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে গ্রেফতার করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement