ই এম বাইপাসে রাস্তায় ধস, তীব্র যানজট

অফিসের ব্যস্ত সময়ে রুবি হাসপাতালের কাছে ই এম বাইপাসে মঙ্গলবার সকালে ধস নামায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, টেগোর পার্ক ও মনোবিকাশ কেন্দ্রের মাঝে রাস্তার পশ্চিম প্রান্তে এই ধস নামায় যান চলাচল কার্যত আটকে পড়ে। লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল রুম সূত্রে খবর, যানজট এড়াতে গাড়িগুলিকে কসবা-গড়িয়াহাট কানেক্টর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৪ ১৩:০৬
Share:

অফিসের ব্যস্ত সময়ে রুবি হাসপাতালের কাছে ই এম বাইপাসে মঙ্গলবার সকালে ধস নামায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, টেগোর পার্ক ও মনোবিকাশ কেন্দ্রের মাঝে রাস্তার পশ্চিম প্রান্তে এই ধস নামায় যান চলাচল কার্যত আটকে পড়ে। লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল রুম সূত্রে খবর, যানজট এড়াতে গাড়িগুলিকে কসবা-গড়িয়াহাট কানেক্টর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বেশ কিছু গাড়িকে কালিকাপুর থেকে বাঁ দিক হয়ে যাদবপুর থানার দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। গত রাতে প্রবল বৃষ্টির ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি পুলিশের। এক দিকে খানাখন্দে ভরা রাস্তা, তার উপর বৃষ্টির জল জমায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। পাশাপাশি, বাইপাসে চার লেনের কাজ হওয়ার কারণে রাস্তা তৈরির সরঞ্জাম পড়ে থাকায় ব্যবহারযোগ্য পথের পরিসর আরও ছোট হয়ে গিয়েছে। আপত্কালীন মেরামতির জন্য কেএমডিএ-র ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছন। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ সময় লাগবে বলে ট্র্যাফিক সূত্রে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন