ইনদওরে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগে ধৃত ইঞ্জিনিয়ারিং ছাত্র

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৪ ১৬:৫৫
Share:

মহিলা প্রযুক্তিবিদকে ধর্ষণ এবং ব্ল্যাকমেল করার অভিযোগে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে গ্রেফতার করল ইনদওরের পুলিশ।

Advertisement

ইনদওরের ভঁওয়ার কুয়াঁ থানার এক আধিকারিক জানিয়েছেন, রিশব কাতোদিয়া নামের ওই ছাত্র আদতে গুজরাতের ভাবনগরের বাসিন্দা।

নির্যাতিতা তাঁর অভিযোগে জানিয়েছেন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সূত্রে ওই যুবকের সঙ্গে তাঁর আলাপ। চলতি বছরের জানুয়ারি মাস নাগাদ এক দিন বেড়াতে যাওয়ার নাম করে মহিলাকে ডেকে পাঠায় ওই যুবক। তার দেওয়া মাদক মেশানো চকোলেট খেয়ে অচৈতন্য হয়ে পড়েন ওই যুবতী। অভিযোগ এর পর ওই যুবক তার মোবাইলে অভিযোগকারিণীর অনেকগুলি অশ্লীল ভিডিও তোলে। ঘটনার দু’মাস পর ভিডিওটি সবাইকে দেখিয়ে দেবে, এই বলে ওই মহিলাকে শাসায় সে। বদোদরায় তার বাড়িতে ওই মহিলাকে টানা তিন দিন ধরে ধর্ষণও করে ওই যুবক। দীর্ঘ দিন ধরে ভিডিওটির সাহায্যে নির্যাতিতাকে প্রতরণা করে আসছিল অভিযুক্ত যুবক। মহিলার আরও অভিযোগ, বিয়ের জন্য যুবতীকে চাপ দিত ওই যুবক। দাবি না মানতে চাইলে অভিযোগকারিণীকে খুনের হুমকি দেয় সে। যুবতীর অভিভাবকদেরও ওই অশ্লীল ভিডিওটি দেখায় ওই যুবক। ‘দেখা’ করার অছিলায় অভিযুক্তকে ইনদওরে ডেকে পাঠান ওই মহিলা। রবিবার সেখানেই অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement