উত্তর ২৪ পরগনার দুই প্রান্তে নিগৃহীত ২ ছাত্রী, অভিযুক্তরা পলাতক

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৪ ১৪:২৫
Share:

উত্তর ২৪ পরগনার দুই প্রান্তে দু’টি নিগ্রহের অভিযোগ উঠল। প্রথম ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় আগরপাড়ায়। এক কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালায় এলাকারই যুবক। অন্য ঘটনাটি ঘটে বসিরহাটের মিনাখাঁয়। সেখানে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা ছড়ায়।

Advertisement

প্রথম ঘটনায়, স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রীর উপর ব্লেড বা ছুরির মতো ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল আগরপাড়ার আজাদ হিন্দ এলাকার বাসিন্দা বিশ্বজিত্ মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগকারিণী ছাত্রীর বাড়িও ওই একই এলাকায় বলে জানা গিয়েছে। শনিবার সাড়ে আটটা নাগাদ ওই ছাত্রী শিক্ষকের কাছে পড়ে বাড়ি ফিরছিল। অভিযোগ, রাস্তায় একা পেয়ে হাত ধরে টেনে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মারধর করে বিশ্বজিত্। এর পরে একটি ধারালো অস্ত্র নিয়ে গলায় আঘাত করে তাকে ড্রেনে ফেলে দেয় সে। ছাত্রীর চিত্কারে স্থানীয় লোকজন ছুটে এলে তাকে সেই অবস্থায় ফেলেই পালায় বিশ্বজিত্। স্থানীয়রাই জখম ছাত্রীকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শনিবার রাতে তাকে আর জি কর হাসপাতালে রেফার করা হয়। সেখানে তার গলায় পাঁচটি সেলাই করা হয় বলে হাসপাতাল সূত্রের খবর। শনিবার রাতেই আর জি কর থেকে ছাড়া পায় সে। রবিবার সকালে ঘোলা থানায় লিখিত অভিযোগে দায়ের করে ছাত্রীটি। অভিযুক্ত বিশ্বজিত্ গত ছ’সাত মাস ধরে তাকে উত্যক্ত করত বলে জানা গিয়েছে।

দ্বিতীয় ঘটনায়, বসিরহাটের মিনাখাঁয় এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা ছড়াল। শনিবার সন্ধ্যায় কলেজ থেকে পড়ে বাড়ি ফেরার পথে একাদশ শ্রেনির ওই ছাত্রীর শ্লীলতাহানি করে এলাকারই চার জন যুবক। মিনাখাঁ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগও করা হয়েছে। এর পরেই এলাকা ছেড়ে পালায় ওই চার অভিযুক্ত। তাদের গ্রেফতারের দাবিতে রবিবার সকাল দশটা থেকে বসিরহাট-মালঞ্চ রোড অবরোধ করেন স্থানীয়রা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement