উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার সন্দেহভাজন পাক জঙ্গি

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৪ ১১:৩৪
Share:

ধৃত ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি তহসিন আখতারকে জেরা করে বড়সড় সাফল্য পেল উত্তরপ্রদেশ এটিএস। বুধবার রাতে গোরখপুর স্টেশন থেকে দুই সন্দেহভাজন পাক জঙ্গিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। ধৃতদের কাছ থেকে দু’টি একে-৪৭, দু’টি পিস্তল ও ৭০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরকও।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পাকিস্তানের বাসিন্দা মোর্তাজা ও ওয়াইস আফগানিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত। কয়েক দিন আগে নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢোকে তারা। লোকসভা ভোটের আগে বড় কোনও নাশকতার ছক ছিল বলেই সন্দেহ পুলিশের। নির্বাচনের আগে দলের শীর্ষ নেতাদের উপর হামলার আশঙ্কার কথা আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানিয়েছিল বিজেপি। ধৃত জঙ্গিরা তেমন কোনও ছক কষেছিল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement