এ বার আফগান নির্বাচন কমিশনের সদর দফতরে হামলা

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৪ ১৫:৫৩
Share:

হামলায় বিধ্বস্ত গাড়ি। ছবি: রয়টার্স।

প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক এক সপ্তাহ বাকি। তার আগে শনিবার কাবুলে আফগান নির্বাচন কমিশনের সদর দফতর আক্রান্ত হল।

Advertisement

এ দিন সন্ত্রাসবাদীরা আফগানিস্তানের ‘ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন’(আইইসি)-র সদর দফতরের কাছে একটি বেসরকারি বাড়ির দখল নেয়। সেখান থেকে নিবার্চন কমিশনের দফতর লক্ষ্য করে গুলি চালানো করে। আফগান প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সন্ত্রাসবাদীরা সংখ্যায় তিন থেকে চার জন। ঘটনাস্থলে আফগান নিরাপত্তা বাহিনী পৌঁছয়। সন্দেহ করা হচ্ছে, এটি আত্মঘাতী হামলা। ঘটনার কথা স্বীকার করে নির্বাচন কমিশনের মুখপাত্র নুর মহম্মদ নুর বলেন, “সদর দফতরের মধ্যে দু’টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। তবে নির্বাচন কমিশনের কর্মীরা সুরক্ষিত আছেন। তাঁদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।”

শুক্রবার তালিবানরা কাবুলের একটি অতিথিশালায় আক্রমণ চালায়। সেখানে আমেরিকার ল্যান্ডমাইন বিরোধী একটি স্বেচ্ছাসেবী সংস্থার অফিস রয়েছে। ওই আক্রমণে দু’জন নিহত হন। ৫ এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এই নিয়ে পর পর পাঁচ বার তালিবানরা কাবুলে আক্রমণ চালাল। মূলত বিদেশিদের লক্ষ্য করেই এ সব আক্রমণ চালান হচ্ছে বলে আফগানিস্তানের প্রশাসন সূত্রে খবর।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন