এ বার দিনের বেলায় চুরি বিধাননগরে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৪ ১৫:৩৬
Share:

ফের চুরি বিধাননগরে। তবে এ বার রাতের অন্ধকারের আড়ালে নয়, দিনের বেলায় বাইরে থেকে বাড়ির দরজার লক খুলে তিনটি ল্যাপটপ এবং একটি দামি মোবাইল ফোন নিয়ে চম্পট দিল চোরেরা। বাড়ির ভিতরে তখন দুজন ঘুমোচ্ছেন। ঘটনাটি ঘটেছে বিধাননগর পূর্ব থানা এলাকার সিএল ব্লকে। শুক্রবারই জানলার গ্রিল কেটে ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটে বিধাননগরেরই এফসি ব্লকের একটি বাড়িতে।

Advertisement

তবে এ বার গ্রিল ভেঙে বা বাসিন্দারা না থাকার সুযোগ নিয়ে ফাঁকা বাড়িতে চুরি নয়। ঘরের মধ্যে বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় থাকার সুযোগ নিয়ে বাইরে থেকে দরজার লক খুলে জিনিসপত্র লুঠ করে পালাল চোরেরা। পালানোর সময় বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে যায় তারা।

পুলিশ সূত্রে খবর, দোতলা ওই বাড়ির নীচের তলায় পেইংগেস্ট হিসেবে ভাড়া থাকেন তথ্যপ্রযুক্তি সংস্থার তিন কর্মী। শনিবার সকাল ১০টা নাগাদ কৌশিক বারুই নামে এক তথ্যপ্রযুক্তি কর্মী জলখাবার কিনতে বাইরে বের হন। যাওয়ার আগে তিনি সদর দরজাটি বাইরে থেকে লক করে যান। মিনিট দশেক পরে ফিরে এসে দরজা খুলে ভিতরে ঢুকে কৌশিকের চোখ কপালে ওঠে। তিনি দেখেন, তিনটি ল্যাপটপ এবং একটি দামি মোবাইল চুরি গিয়েছে। চুরির সময় অন্য ঘরেই ঘুমোচ্ছিলেন ওই দুই তথ্যপ্রযুক্তি কর্মী।

Advertisement

বিধাননগরের এক পুলিশকর্তা জানিয়েছেন, একের পর এক চুরির ঘটনা ঠেকাতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। দুষ্কৃতীরাও ধরা পড়েছে। ফের কোনও চক্র সক্রিয় হয়ে উঠেছে কি না দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন