কাজের নিরিখে যোগ্যতার মূল্যায়নের আবেদন স্মৃতির

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মে ২০১৪ ১৩:৩৭
Share:

শিক্ষাগত যোগ্যতা বিতর্কে অবশেষে মুখ খুললেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। শিক্ষাগত যোগ্যতা নয়, কাজের নিরিখেই তাঁকে বিচার করতে আবেদন জানান তিনি। কাজ থেকে তাঁর নজর ঘুরিয়ে দিতেই এই ধরনের বিতর্কের সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন স্মৃতি।

Advertisement

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্নাতক নন এই অভিযোগে স্মৃতির বিরুদ্ধে আক্রমণে নামে কংগ্রেস। কংগ্রেস নেতা অজয় মাকেন টুইটারে মন্তব্য করেন, দেশের শিক্ষামন্ত্রী স্নাতক নন। বিতর্কে ইন্ধন যোগায় নির্বাচন কমিশনে দাখিল করা স্মৃতির হলফনামাও। ২০০৪ সালে লোকসভা নির্বাচনের সময়ে স্মৃতি নিজেকে বিএ পাশ জানালেও এ বারের ভোটে জানাচ্ছেন, তিনি বাণিজ্য শাখায় পার্ট ওয়ান পর্যন্ত পড়েছেন। অভিযোগ, নির্বাচন কমিশনে দু’ধরনের হলফনামা পেশ রীতিমতো ফৌজদারি অপরাধ। গত দু’দিন নীরব থাকলেও বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজের নিরিখে তাঁকে বিচারের আবেদন জানান স্মৃতি। তবে তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে এ দিনও নীরব ছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement