কোয়ার্টারে উদ্ধার হল কালিয়াগঞ্জের বিডিও-র দেহ।
বুধবার কন্যাশ্রী প্রকল্পের একটি বৈঠকে তাঁকে অনুপস্থিত দেখে কোয়ার্টারে তাঁর খোঁজ করতে যান বিডিও অফিসের কর্মীরা। ঘরে ঢুকেই তাঁরা বিডিও দাওয়া শেরপার নিথর দেহ বিছানার উপর পড়ে থাকতে দেখেন। মৃতের দেহে কোনও পোশাক ছিল না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশে খবর দেওয়া হয়। মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
পুলিশ জানিয়েছে, বছর পঁয়তাল্লিশের ওই বিডিও কী ভাবে মারা গিয়েছেন তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই নিশ্চিত ভাবে জানা যাবে। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।