খাদ্যে বিষক্রিয়ায় কাঁথিতে অসুস্থ ৯০

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ল একই স্কুলের প্রায় ৭০ জন পড়ুয়া। স্কুলের সম্পাদক, শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং অভিভাবক-সহ অসুস্থ আরও প্রায় ১৫ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁথি শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৪ ১৪:৪৫
Share:

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ল একই স্কুলের প্রায় ৭০ জন পড়ুয়া। স্কুলের সম্পাদক, শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং অভিভাবক-সহ অসুস্থ আরও প্রায় ১৫ জন।

Advertisement

পূর্ব মেদিনীপুরের কাঁথি রামকৃষ্ণ সারদা আশ্রম বিদ্যামন্দিরের ঘটনা। মঙ্গলবার রাত পর্যন্ত পেটে ব্যথা, বমি, পায়খানা— এ সব উপসর্গ নিয়ে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৯০ জন। স্কুলে দেওয়া খাবার খেয়ে বিষক্রিয়া হয়েই এমনটা হয়েছে বলে প্রাথমিক ভাবে চিকিত্সকেদের ধারণা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার রাখি উপলক্ষে ওই স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সবাইকে চিঁড়ের পোলাও এবং লাড্ডু খেতে দেওয়া হয়। ওই দিন রাত থেকেই ওই পড়ুয়াদের পেটে ব্যথা, বমি ও পায়খানা শুরু হয়। রাতেই ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয় । বুধবার সকালে সেই সংখ্যা বেড়ে ৯০-এ গিয়ে দাঁড়ায়।

Advertisement

কাঁথি মহকুমা হাসপাতালের সুপার সব্যসাচী চক্রবর্তী বলেন, “প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার ফলেই এমনটা হয়েছে। চিকিত্সায় যাতে কোনও ত্রুটি না হয় সে দিকে নজর রাখা হয়েছে।”

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে চিকিত্সকেদের একটি প্রতিনিধি দল হাসপাতালে যাবে বলে জেলা স্বাস্থ্য আধিকারিকের দফতর থেকে জানানো হয়েছে। স্কুলের তরফে অসুস্থ পড়ুয়াদের কোনও খোঁজখবর না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকদের একাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন