গ্রেফতার ইউরো কর্তা বিশ্বপ্রিয় গিরি

বছরখানেক আত্মগোপন করে থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলেন বেআইনি অর্থলগ্নি সংস্থা ইউরো-র কর্তা বিশ্বপ্রিয় গিরি। শুক্রবার রাতে বিধাননগরের সেক্টর ফাইভ থেকে তাঁকে গ্রেফতার করে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০৬
Share:

ধৃত বিশ্বপ্রিয় গিরি। ছবি: শৌভিক দে।

বছরখানেক আত্মগোপন করে থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলেন বেআইনি অর্থলগ্নি সংস্থা ইউরো-র কর্তা বিশ্বপ্রিয় গিরি। শুক্রবার রাতে বিধাননগরের সেক্টর ফাইভ থেকে তাঁকে গ্রেফতার করে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। প্রতারণার পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকা বলে অনুমান পুলিশের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, আদতে পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা বিশ্বপ্রিয় গিরির বিরুদ্ধে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় আটটি প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে ওয়ারেন্টও জারি করে পুলিশ। বেশ কয়েক বার তাঁর খোঁজে সংস্থার অফিসেও হানা দেন তদন্তকারীরা। কিন্তু প্রতি বারই পুলিশের চোখে ধুলো দিতে সক্ষম হন তিনি। অবশেষে শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সেক্টর ফাইভে হানা দেয় ইলেকট্রনিক্স থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement