চিনে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ১২

কয়েক মাস পরেই লুনার নিউ ইয়ার। তাই বেজিং-এর বাজি কারখানায় ছিল চূড়ান্ত ব্যস্ততা। কিন্তু সোমবার গভীর রাতে ঘটে গেল বিপর্যয়। হঠাত্ বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় গোটা কারখানায়। বেজিং-এর লিলিঙ শহরে ওই বাজি কারখানায় আগুন লেগে মৃত্যু হয়েছে ১২ জনের। আহত ৩৩ জন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৩:১৩
Share:

কয়েক মাস পরেই লুনার নিউ ইয়ার। তাই বেজিং-এর বাজি কারখানায় ছিল চূড়ান্ত ব্যস্ততা। কিন্তু সোমবার গভীর রাতে ঘটে গেল বিপর্যয়। হঠাত্ বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় গোটা কারখানায়। বেজিং-এর লিলিঙ শহরে ওই বাজি কারখানায় আগুন লেগে মৃত্যু হয়েছে ১২ জনের। আহত ৩৩ জন। প্রশাসন সূত্রে খবর, নিখোঁজ এখনও দু’জন। উদ্ধার কাজে হাত লাগিয়েছে সে দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

Advertisement

প্রশাসন সূত্রে খবর, দেশের মধ্যে সবচেয়ে বেশি বাজি তৈরি হত ওই কারখানায়। লুনার নিউ ইয়ারের জন্য যে বাজি তৈরি হয় তার বেশির ভাগই উত্পাদিত হত এই শহরে। বিস্ফোরণের মাত্রা এত বেশি ছিল যে, কারখানার ধ্বংসাবশেষের টুকরো ছড়িয়ে পড়ে পাশের গ্রামে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চিকিত্সার জন্য আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঁদের মধ্যে চার জনের অবস্থার অবনতি হওয়ায় চিকিত্সার জন্যে তাঁদের জুঝৌ শহরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement