চতুর্থ দফায় আজ ভোট চার রাজ্যে

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৪ ১০:৫৮
Share:

ত্রিপুরার একটি লোকসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। ছবি: এএফপি।

ষোড়শ লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় চার রাজ্যের সাতটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার অসমের ৩টি, গোয়ার ২টি, ত্রিপুরা ও সিকিমের ১টি করে আসনে ভোটগ্রহণ চলছে। পাশাপাশি সিকিমের ৩২টি বিধানসভা আসনেও শুরু হয়েছে ভোটগ্রহণ। সাতটি লোকসভা কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ৭৪। অন্য দিকে, সিকিমের ৩২টি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২১ জন। কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী দুপুর পর্যন্ত চার রাজ্যে ভোটগ্রহণ শান্তিপূর্ণ।

Advertisement

কমিশন সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে, এ দিন দুপুর পর্যন্ত গোয়ায় মোট ৩৫ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে উত্তর গোয়ায় ৩৬.৪২ শতাংশ ও দক্ষিণ গোয়াতে ভোট পড়েছে ৩৪.১১ শতাংশ। অসমে তিনটি লোকসভা কেন্দ্রে প্রায় ৩৭ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে অসমের করিমগঞ্জে ৪০ শতাংশ, শিলচরে ৩৫ শতাংশ ও ডিফু লোকসভা আসনে প্রায় ৩৬ শতাংশ ভোট পড়েছে। দুপুর পর্যন্ত সিকিমের ১টি লোকসভা কেন্দ্র ও ৩২টি বিধানসভা কেন্দ্রে প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে। পূর্ব ত্রিপুরার ১টি লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ৫৫ শতাংশ।
এ দিন সকালে অসমের তিনটি লোকসভা কেন্দ্র— কার্বি আংলং ও ডিমা হাসাও নিয়ে গঠিত ডিফু লোকসভা আসন, করিমগঞ্জ এবং শিলচরের মোট ৩,৬৯৮টি বুথে ভোটগ্রহণ চলছে। পৃথক রাজ্যের দাবিতে কার্বি আংলঙে ৪ এপ্রিল থেকে বনধের ডাক দিলেও শুক্রবারই তা প্রত্যাহার করে নেয় কার্বি পিপলস লিবারেশন টাইগার (কেপিএলটি)। কমিশন সূত্রে খবর, জঙ্গি নাশকতা এড়াতে মোট ১৭ কোম্পানি নিরাপত্তারক্ষী নিযুক্ত করা হয়েছে। করিমগঞ্জের ১৫০৪টি বুথের মধ্যে ১৯৭টি বুথকে এবং শিলচরের ১১৮৮টি বুথের মধ্যে ২০৯টি বুথকে অতি স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। রাজ্য নির্বাচন দফতর সূত্রে খবর, রাজ্যের সবকটি বুথে আধা-সামরিক বাহিনীর জওয়ানেরা মোতায়েন থাকবেন।
গোয়ার ২টি লোকসভা কেন্দ্র উত্তর ও দক্ষিণ গোয়াতে এ দিন সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। গোয়ার ২টি আসনে ১৬২৪টি বুথে মোট ভোটার সংখ্যা ১০ লক্ষ ৬০ হাজার ৭৭৭। দু’টি আসনেই এ বারের লড়াই চতুর্মুখী। কংগ্রেস, বিজেপি, আপ, সিপিআই— জেতার আশা করছে চারটি দলই।

সিকিমের ১টি লোকসভা কেন্দ্রে নির্বাচনের পাশাপাশি এ দিন ৩২টি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন চলছে। কমিশন সূত্রে খবর, বুথগুলিতে নিরাপত্তা জোরদার করতে ৩৫০০ পুলিশ কর্মী ও পশ্চিমবঙ্গ পুলিশের ১৫ কোম্পানি জওয়ান মোতায়েন করা হয়েছে। অন্য দিকে, পূর্ব ত্রিপুরার ১টি আসনে এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণ। কমিশন সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে, এ দিন বিকেল ৪টে পর্যন্ত ত্রিপুরা, সিকিম এবং অসমের পাঁচটি আসনে ভোট পড়েছে ৭১ থেকে ৮২ শতাংশ। পূর্ব ত্রিপুরার আসনে ভোট পড়েছে ৭৫ শতাংশের বেশি। গোটা ত্রিপুরায় ভোট পড়েছে ৮২ শতাংশ। অসমের তিনটি আসনে ভোট পড়েছে ৭২ শতাংশ এবং সিকিমে একটি লোকসভা আসন ও ৩২টি বিধানসভা আসনে পড়েছে ৭১ শতাংশ ভোট ।


Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন