বাংলাদেশ বোলিংকে শুরুতে সামলাবেন যাঁরা। ধবন-মুরলী। ছবি: এএফপি।
বিরাট কোহলির অধিনায়কত্বে ভারত-বাংলাদেশ টেস্ট ক্রিকেট নিয়ে উত্তেজনা বেড়েই চলছিল। তৈরি হচ্ছিল দু’ পক্ষই। ফতুল্লা স্টেডিয়ামের মাঠও যেন প্রতীক্ষায় ছিল একরাশ উৎকণ্ঠা নিয়ে। শোনা গিয়েছিল, পাকিস্তান সিরিজের মতো দুর্জয় সাহস নিয়ে ভারতের বিরুদ্ধে টেস্টে নামার কথা ভাবছে না বাংলাদেশ। তার মাঝেই বুধবার শুরু হল খেলা। টসে জিতে ব্যাটিং বেছে নিল ভারত। কথা আছে, বাংলাদেশের বোলিং শুরুতে সামলাবেন ধবন-মুরলী।