ঠাকুরপুকুরে সেপটিক ট্যাঙ্কে পড়ে মৃত যুবক

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৪ ১৮:৩২
Share:

সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে গিয়ে অস্বাভাবিক ভাবে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বুধবার রাত আড়াইটে নাগাদ ঠাকুরপুকুর থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম প্রসেনজিৎ সরকার (২৩)।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এ দিন ওই থানা এলাকার বৈদ্যপাড়া চেকপোস্ট সংলগ্ন একটি সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে নামেন ওই যুবক এবং তাঁর বাবা। কিছুক্ষণ পরেও ছেলে উঠছে না দেখে তাঁর বাবা থানায় খবর দেন। পরে থানা থেকে পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা গিয়ে তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করে। সেখানেই প্রসেনজিতের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement