ঢাকায় পৌঁছল ভারতীয় ক্রিকেট দল

একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে সোমবার সকালে ঢাকায় পৌঁছল ভারতীয় ক্রিকেট দল। কলকাতায় অনুশীলন শিবির শেষে ১৪ জনের দলটি এ দিন বাংলাদেশের মাটিতে পা রাখে। অস্ট্রেলিয়া সফর শেষে টেস্ট থেকে আচমকাই অবসর নিয়েছিলেন ধোনি। তাই এ বার সহ-অধিনায়ক নয়, একেবারে অধিনায়ক হয়েই ফাতুল্লাতে বাংলাদেশের বিরুদ্ধে নামবেন বিরাট কোহলি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুন ২০১৫ ১২:১৪
Share:

একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে সোমবার সকালে ঢাকায় পৌঁছল ভারতীয় ক্রিকেট দল। কলকাতায় অনুশীলন শিবির শেষে ১৪ জনের দলটি এ দিন বাংলাদেশের মাটিতে পা রাখে। অস্ট্রেলিয়া সফর শেষে টেস্ট থেকে আচমকাই অবসর নিয়েছিলেন ধোনি। তাই এ বার সহ-অধিনায়ক নয়, একেবারে অধিনায়ক হয়েই ফাতুল্লাতে বাংলাদেশের বিরুদ্ধে নামবেন বিরাট কোহলি।

Advertisement

দ্বিপাক্ষিক সিরিজে ভারতের সঙ্গে বাংলাদেশের শেষ দেখা হয়েছিল ২০০৯-১০ মরসুমে। ওই সিরিজটি ২-০ ফলাফলে জিতেছিল ভারত। ফের পাঁচ বছর পর আবার একটা সিরিজে দু’দেশ পরস্পরের বিরুদ্ধে নামতে চলেছে আগামী ১০ জানুয়ারি।

বাংলাদেশের বিরুদ্ধে মোট ৭টি টেস্ট খেলেছে ভারত। যার মধ্যে ছ’টিতেই জিতেছে তারা। এর একটি ড্র হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement