দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা রায়গঞ্জে

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। আর তার জেরে রাস্তা অবরোধকে কেন্দ্র করে অশান্তি ছড়াল রায়গঞ্জে। মঙ্গলবার মিরুয়ালের ওই দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম অনন্ত পাল (৩৫)। তাঁর বাড়ি দুর্ঘটনাস্থল থেকে সাত-আটশো মিটার দূরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৪ ১৭:৩১
Share:

দুর্ঘটনাস্থলে ট্রেকারের আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা। মঙ্গলবার গৌর আচার্যের তোলা ছবি।

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। আর তার জেরে রাস্তা অবরোধকে কেন্দ্র করে অশান্তি ছড়াল রায়গঞ্জে। মঙ্গলবার মিরুয়ালের ওই দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম অনন্ত পাল (৩৫)। তাঁর বাড়ি দুর্ঘটনাস্থল থেকে সাত-আটশো মিটার দূরে।

Advertisement

পুলিশ জানিয়েছে, এ দিন দুপুর মোটরবাইক চালিয়ে কর্ণজোড়া যাচ্ছিলেন পেশায় কেবল অপারেটর অনন্তবাবু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রেকার সজোরে ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে। এর পরে তা নিয়ন্ত্রণ হারিয়ে অনন্তবাবুর মোটরবাইকের মুখোমুখি হয়। দু’টি গাড়ির এই সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান অনন্তবাবু। এর ফলে ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ ট্রেকারটির পেছনে ধাওয়া করে তা ধরে ফেলে। বেগতিক দেখে গাড়ি ফেলে রেখে পালিয়ে যায় ট্রেকারচালক। এর পরে উত্তেজিত জনতা পাশের এক নয়ানজুলিতে ট্রেকারটিকে উল্টে ফেলে দিয়ে তাতে আগুন জ্বালিয়ে দেয়। অনন্তবাবুর দেহ রাস্তায় রেখে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দাদের একাংশ। এর জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তীর নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দমকল এসে ট্রেকারের আগুন নেভায়। ঘণ্টা দুয়েক পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন