দেরিতে হলেও অবশেষে ঢুকল বর্ষা

নির্দিষ্ট সময়ের দশ দিন পরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঢুকে পড়ল বর্ষা। বুধবার সকাল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা। পরের দিকে মেঘ ডাকতে শুরু করে। নামে বৃষ্টি। এর পরে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কথা ঘোষণা করে আবহাওয়া দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৪ ১৩:১৭
Share:

বর্ষা ঢুকল বঙ্গে। ছবি: রণজিত্ নন্দী

নির্দিষ্ট সময়ের দশ দিন পরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঢুকে পড়ল বর্ষা। বুধবার সকাল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা। পরের দিকে মেঘ ডাকতে শুরু করে। নামে বৃষ্টি। এর পরে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কথা ঘোষণা করে আবহাওয়া দফতর।

Advertisement

মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় ভাল বৃষ্টি হতে পারে। তবে বর্ষা ঢুকলেও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। সাধারণত ৮ জুন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে। কেরলে এ বার বর্ষা এসেছে দেরি করে। এর পরে রাস্তাতেও কিছুটা দেরি হয় তার। ফলে বঙ্গে বর্ষা ঢুকতে দশ দিন দেরি হয়েছে বলে আবহবিদেরা জানিয়েছেন।

মঙ্গলবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রাক্-বর্ষার বৃষ্টি শুরু হয়। কলকতা সংলগ্ন জেলাগুলিতে আকাশে মেঘ ছিল। কয়েক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement