ধর্ষণে অভিযুক্ত মুম্বই ডিআইজি-কে সাসপেন্ডের সুপারিশ

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৪ ১৬:৫৫
Share:

ধর্ষণে অভিযুক্ত মুম্বইয়ের ডিআইজি সুনীল পরসকরকে অপসারণের সুপারিশ করল মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রক। সুপারিশটি মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণের কাছে পাঠানো হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন মন্ত্রকের এক আধিকারিক।

Advertisement

চলতি বছরের জুলাইয়ে মুম্বই শহরতলির মালয়ানি থানায় সুনীল পরসকরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ২৫ বছরের এক মডেল। তিনি জানান, ২০১২ সালে ৫৭ বছরের সুনীলের সঙ্গে একটি কেসের বিষয়ে প্রথম বার দেখা হয় তাঁর। অভিযোগ, ২০১৩-র ডিসেম্বরে দু’টি ভিন্ন দিনে তাঁর শ্লীলতাহানি এবং যৌন হেনস্থা করেন সুনীল। সুনীলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(২), ৩৭৬-সি এবং ৩৫৪(ডি) ধারায় আভিযোগ আনে পুলিশ। এর এক সপ্তাহ পরে, ২৫ জুলাই মুম্বইয়ের একটি আদালতে আগাম জামিনের আবেদন করেন সুনীল। অভিযোগকারিণীর সঙ্গে সুনীলের ই-মেল বার্তাগুলি দেখার পরে আদালত তাঁর সেই আবেদন মঞ্জুর করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement