Bangladeshi Arrest

বরিশাল থেকে টালিগঞ্জ হয়ে হুগলি, দালাল মারফত ভারতে এসে গ্রেফতার বাংলাদেশি যুবক!

অভিযুক্ত প্রথমে উঠেছিলেন কলকাতার টালিগঞ্জ এলাকায়। সম্প্রতি চলে গিয়েছিলেন হুগলি। বেশ কিছু দিন হল পান্ডুয়ার তিন্না এলাকায় থাকতেন। স্থানীয়দের সন্দেহ হয়েছিল। তাঁরা পুলিশকে খবর দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আবার বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার। এ বার হুগলি জেলা থেকে এক যুবককে ধরল পুলিশ। অভিযোগ, অবৈধ ভাবে দীর্ঘ দিন এ দেশে বসবাস করছিলেন তিনি। স্থানীয়দের মাধ্যমে অভিযোগ পেয়ে তাঁকে পাকড়াও করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রিয়াদ হাসান। আদতে বাংলাদেশের বরিশালের বাসিন্দা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, বছর তিনেক আগে দালাল মারফত কলকাতায় এসেছিলেন। বৈধ নথিপত্র বলতে কিছুই ছিল না। প্রথমে উঠেছিলেন কলকাতার টালিগঞ্জ এলাকায়। সম্প্রতি চলে গিয়েছিলেন হুগলি। বেশ কিছু দিন হল পান্ডুয়ার তিন্না এলাকায় থাকতেন। স্থানীয়দের সন্দেহ হয়েছিল। তাঁরাই পুলিশকে খবর দেন। রাতেই পান্ডুয়া থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা রুজু করেছে। তাঁর কাছ থেকে ভিসা বা পাসপোর্ট কিছুই পাওয়া যায়নি।

বাংলাদেশের অস্থির পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ায় আবহে জেলায় জেলায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছেন। অনেকে আবার লুকিয়ে নিজেদের দেশে পালানোর সময় পাকড়াও হয়েছেন। বরিশালের যুবকটি এখানে কেন ছিলেন, তাঁর কোনও আত্মীয় বা পরিচিত অবৈধ ভাবে এ দেশে রয়েছেন কি না, খোঁজ নিচ্ছে পুলিশ। রবিবারই চুঁচুড়া আদালতে হাজির করানো হয় রিয়াদকে। হুগলি গ্রামীণ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকারের সংক্ষিপ্ত বক্তব্য, ‘‘বাংলাদেশের বাসিন্দা এখানে অবৈধ ভাবে বসবাস করছিলেন। তাঁকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে তিনি পান্ডুয়ায় এসেছিলেন, তা দেখা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement