নেশার ঘোরে তার মালিকের ছেলেকে খুন করল এক হোটেল কর্মচারী। নিহতের নাম লালরিনপুইয়া (১৯)। মিজোরামের ছামফাই এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, লালরিনপুরিয়ার বাবার হোটেল ব্যবসা। সেই হোটেলেই কাজ করত বছর ষোলোর ওই অভিযুক্ত। বুধবার সকালে হোটেলের বারান্দায় রক্তাক্ত লালরিনপুইয়ার দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। নিহতের ঘাড়ের কাছে গভীর ক্ষত ছিল। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, ধারালো কোনও অস্ত্র দিয়ে তাঁকে খুন করা হয়েছে।
এর পরই পুলিশ স্থানীয় মুনমেলথা গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। জেরার মুখে অভিযুক্ত ওই কিশোর জানিয়েছে, নিহত লালরিনপুইয়ার সঙ্গে তার কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল না। নেশার ঘোরে সে এই কাজ করেছে।