পাণ্ডুয়ায় সিপিএম-তৃণমূল সংঘর্ষ

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৪ ১৭:২৯
Share:

ভোটের বাদ্যি বাজতেই দলীয় সংঘর্ষে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বাংলা। দেওয়াল লিখনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটছিল। সেই তালিকায় এ বার ঢুকে পড়ল হুগলির পাণ্ডুয়ার নাম। শুক্রবার রাতে সেখানে সিপিএমের সঙ্গে সংঘর্ষ বাঁধে তৃণমূলের। অভিযোগ, ওই দিন রাতে পাণ্ডুয়াতে দেওয়াল লেখার সময় কয়েক জন তৃণমূল কর্মীকে মারধর করেন সিপিএম কর্মীরা। অভিযুক্ত সিপিএম কর্মীদের বিরূদ্ধে পাণ্ডুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। প্রায় দশ-বারো জন সিপিএম কর্মীকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি, এই অভিযোগে শনিবার সকালে সিপিএমের একটি দলীয় কার্যালয় ভাঙচুর করে তৃণমূল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement