পুরুলিয়ার রঘুনাথপুরে বিস্ফোরক ভর্তি গাড়ি আটক করল পুলিশ। শনিবার সকালে ওই গাড়ি আটকের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে চালক শেখ সাহাবুল ও তার সঙ্গী পরেশ মুদিকে। পুলিশ জানিয়েছে, গাড়ি থেকে উদ্ধার হয়েছে মোট দশ বস্তা বিস্ফোরক। যার মধ্যে ছিল ১১০০টি ডিটোনেটর এবং ২৭৯৭টি পাওয়ার জেল। বিস্ফোরক ভর্তি এই গাড়িটি রঘুনাথপুর থানার রায়ডি থেকে বরাবাজারের একটি পাথর খাদানে যাচ্ছিল।
পুলিশ জানায়, বরাবাজারের পাথর খাদানের মালিক চন্দন সিংহেরই কর্মচারী এই শেখ সাহাবুল ও পরেশ মুদি। এ দিন সকালে একটি গাড়িতে বিস্ফোরক ভর্তি বস্তা নিয়ে তারা পাথর খাদানের দিকে যাচ্ছিল। শেখ মহরম নামে এক ব্যক্তির বাড়ি থেকে তারা বিস্ফোরক সংগ্রহ করে। আগাম খবর পেয়ে রঘুনাথপুরের কাছে ওই গাড়িটি আটক করে পুলিশ। ধৃতদের জেরা করে জানা যায় ওই গাড়িটি রাজেশ সিংহ নামে এক ব্যক্তির। তবে এই রাজেশের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
রঘুনাথপুরের এসডিপিও পিনাকী দত্ত জানান, ধৃতেরা জানিয়েছে খাদানে পাথর ফাটাতে ওই বিস্ফোরকভর্তি বস্তা নিয়ে যাওয়া হচ্ছিল। চন্দন সিংহের কাছে দীর্ঘ দিন ধরে কাজ করছে এই সাহাবুল ও পরেশ। এরা বিস্ফোরক সাপ্লাইয়ের কাজ করে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তা ছাড়া পরেশ খাদানেও কাজ করে। তবে ধৃতেরা আদৌ সত্যি কথা বলছে কি না বা এই ঘটনার সঙ্গে জঙ্গি নাশকতার কোনও সম্পর্ক রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।