পার্শ্বশিক্ষকদের জন্য একগুচ্ছ প্রকল্প রাজ্যের

বেতনবৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ড, মাতৃত্বকালীন ছুটি বাড়ানো-সহ স্কুলের পার্শ্বশিক্ষকদের জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে বেতন কতটা বাড়বে, অর্থ দফতরের সঙ্গে আলোচনা করে সে কথা জানাবেন তিনি। বৃহস্পতিবার এই ঘোষণা করেন পার্থবাবু। নিজেদের দাবিদাওয়া নিয়ে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছে পার্শ্বশিক্ষকদের বিভিন্ন সংগঠন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৪ ২১:২৪
Share:

বেতনবৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ড, মাতৃত্বকালীন ছুটি বাড়ানো-সহ স্কুলের পার্শ্বশিক্ষকদের জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে বেতন কতটা বাড়বে, অর্থ দফতরের সঙ্গে আলোচনা করে সে কথা জানাবেন তিনি। বৃহস্পতিবার এই ঘোষণা করেন পার্থবাবু।

Advertisement

নিজেদের দাবিদাওয়া নিয়ে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছে পার্শ্বশিক্ষকদের বিভিন্ন সংগঠন। তাদের অভিযোগ, বিগত চার বছর বেতন বৃদ্ধি হয়নি। প্রাথমিক স্তরে পার্শ্বশিক্ষকদের বেতন ৫,৭০০ টাকা। এবং উচ্চ প্রাথমিক স্তরে তা ৭,৩০০ টাকা। মূল্যবৃদ্ধির বাজারে এত স্বল্প বেতনে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ পার্শ্বশিক্ষকদের।

বৃহস্পতিবার পার্থবাবু বলেন, “পার্শ্বশিক্ষকদের দু’মাসের মেডিক্যাল লিভ জমানো, প্রভিডেন্ট ফান্ড চালু করা, মাতৃত্বকালীন ছুটি ১৩৫ দিন থেকে বাড়িয়ে ১৮০ দিন করা হচ্ছে। এঁদের বেতনও বাড়ানো হবে। অর্থ দফতরের সঙ্গে আলোচনা করে তার হার ঘোষণা করা হবে।” পার্শ্বশিক্ষকদের দাবি, তাঁদের বেতন ৫০ শতাংশ বাড়াতে হবে। তবে এই দাবি মানা সম্ভব কি না, তা নিয়ে সংশয় আছে সরকারি মহলেই। পার্শ্বশিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধির সুযোগও দেওয়া হবে। রাজ্য জুড়ে ৫২ হাজার পার্শ্বশিক্ষক আছেন বলে জানান তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন