প্রয়াত ভিকে মূর্তি

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৪ ১৬:০১
Share:

প্রবীণ সিনেমাটোগ্রাফার ভি কে মূর্তির জীবনাবসান হল। সোমবার সকালে বেঙ্গালুরুর শঙ্করাপুরম এলাকায় নিজের বাড়িতেই প্রয়াত হন ৯১ বছরের মূর্তি। বয়সজনিত সমস্যা ছিল তাঁর। রেখে গেলেন একমাত্র কন্যাকে। ১৯২৩ সালে মহীশূরে জন্ম তাঁর। বেঙ্গালুরুর এসজে পলিটেকনিক কলেজ থেকে ১৯৪৬ সালে সিনেমাটোগ্রাফিতে ডিপ্লোমা অর্জন করেন। ছাত্রাবস্থায় স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়ার অপরাধে ১৯৪৩ সালে জেলও খাটেন।
দীর্ঘ চার দশক ধরে ছড়ানো তাঁর কর্মজীবন। গুরু দত্তের ‘পিয়াসা’, ‘সাহেব বিবি অউর গোলাম’, ‘কাগজ কে ফুল’ প্রভৃতি ছবিতে, শ্যাম বেনেগলের মেগা-সিরিয়াল ‘ভারত এক খোঁজ’, এবং ১৯৯৩ সালে নির্মিত কন্নড় ছবি ‘হুভা হন্নু’-তে তাঁর কাজ বিশেষ উল্লেখযোগ্য। সিনেপ্রেমীদের অন্তরে স্থায়ী জায়গা করে নিয়েছে গুরু দত্ত পরিচালিত ‘চৌধভি কা চাঁদ’ ছবিতে তাঁর অসাধারণ ক্যামেরার কাজ। চিত্রগ্রাহক হিসেবে তিনিই প্রথম ২০০৮ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান। ২০০৫ সালে পান ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান অ্যাকাডেমি লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন