পাড়ুই মামলায় বিচারপতি হরিশ টন্ডনের রায়ের উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পাড়ুই মামলা সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার যে রায় বিচারপতি টন্ডন দিয়েছেন, সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করেছে রাজ্য সরকার। সোমবার সেই আপিলের প্রথম শুনানি ছিল। ডিভিশন বেঞ্চে এই আপিল মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৭ অক্টোবর।
সরকার পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ দিন বিচারপতি জয়ন্তকুমার বিশ্বাস এবং বিচারপতি ঈশানচন্দ্র দাসের আদালতে বলেন, পাড়ুই-কাণ্ডে নির্দিষ্ট দুই রাজনৈতিক ব্যক্তিকে গ্রেফতার না করলেই তদন্ত সঠিক হচ্ছে না, আদালত তা বলতে পারে না। কল্যাণবাবু অভিযোগ করেন, হাইকোর্ট একাধিক বার মামলার শুনানি চলাকালীন মামলার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার হুমকি দিয়েছে। এটাও আদালত করতে পারে না।
পাড়ুই-কাণ্ডে নিহত সাগর ঘোষের পুত্রবধূ শিবানী ঘোষের আইনজীবী ফিরোজ এডুলজি এ দিন ডিভিশন বেঞ্চে আবেদন জানান, নিম্ন আদালতে পাড়ুই মামলাটি মুলতুবি রাখতে। ডিভিশন বেঞ্চ সেই আবেদন গ্রাহ্য করেনি। তবে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওই মামলা নিয়ে কোনও বক্তব্য থাকলে ফিরোজ হাইকোর্টকে তা জানাতে পারবেন।