ফের সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৪ ১৩:৫০
Share:

ফের সীমান্তরেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাক সেনা। গত পাঁচ দিনে এই নিয়ে ছ’বার গুলিবর্ষণ করল পাকিস্তান। সেনা সূত্রে খবর, বুধবার রাত ৯টা নাগাদ পুঞ্চের হামিরপুর সেক্টরে সেনা ছাউনি লক্ষ করে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায় পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। দু’পক্ষের মধ্যে বেশ কিছু ক্ষণ গুলি বিনিময় হয়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও ওই দিনই পুঞ্চের বিজি সেক্টরে পাক সেনার হামলায় জখম হন এক বিএসএফ জওয়ান।

Advertisement

এর আগে গত রবি, সোম ও মঙ্গলবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল পাক সেনা। গত শুক্রবার সীমান্তে বিএসএফ এবং পাক সেনার মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি সংঘর্ষ বিরতি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এর পর থেকে প্রায় প্রতি দিনই নিয়ম করে পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে চলেছে বলে অভিযোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement