কাইরান সরকিন। ছবি: ফেসবুকের সৌজন্যে।
দু’টো কান না নিয়েই জন্ম নিয়েছিল ব্রিটিশ শিশু কাইরান সরকিন। অবশেষে ন’বছর পর বুকের হাড় দিয়ে কান প্রতিস্থাপন করল লন্ডনের গ্রেট অরমোন্ড স্ট্রিট হাসপাতাল। দীর্ঘ ৬ ঘণ্টা ধরে অস্ত্রোপচারের মাধ্যমে সরকিনের পাঁজর থেকে হাড় সংগ্রহ করে তা দিয়ে কান তৈরি করে প্রতিস্থাপন করেন চিকিত্সকেরা। চিকত্সকেরা জানাচ্ছে, ব্রিটেনে অনেক শিশুই জন্মাবস্থায় দু’টো কান ছাড়াই জন্ম নেয়। এই সমস্যাকে চিকিত্সা বিজ্ঞানে মাইক্রোশিয়া বলা হয়ে থাকে।
দু’টো কানের একটিও না থাকায় জন্ম থেকেই বধির ছিল সরকিন। কানের জায়গায় লতিটুকু ছিল মাত্র। সফল অস্ত্রপচারের পর শোনার ক্ষমতা পেয়েছে এই ন’বছরের শিশুটি।
অস্ত্রপচারের আগে কাইরান জানিয়েছে, “আমার বড় কানের ইচ্ছে ছিল এবং শেষমেষ তা পেতে চলেছি”।
একটি কান নিয়ে সাধারণত যারা জন্মায়, এই ধরনের অস্ত্রোপচারের আগে দ্বিতীয় কানটি তৈরির আগে প্রথম কানের সঙ্গে মিলিয়েই তা তৈরি করা হয়। কিন্তু সরকিনের একটি কানও না থাকায় পাঁজর থেকে হাড় সংগ্রহের পর মায়ের কানের হাড়ের কাঠামোর সঙ্গে মিল রেখেই তার কানের কাঠামো তৈরি করেছেন চিকিৎসকেরা। নতুন কান প্রতিস্থাপনের পর আনন্দে আত্মহারা কাইরানের বাবা-মা।
নতুন কান পাওয়ার আনন্দে নিজস্বীও তুলে রেখেছে কাইরান সরকিন।