বিপাশায় হড়পা বাণে ভেসে মৃত ৫ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, নিখোঁজ ২০

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৪ ১৪:৫৭
Share:

ঘটনাস্থলে স্মৃতি ইরানি। ছবি: পিটিআই।

খরস্রোতা বিপাশা নদীতে হড়পা বাণে ভেসে গিয়ে মৃত্যু হল ইঞ্জিনিয়ারিংয়ের পাঁচ পড়ুয়ার। নিখোঁজ কুড়ি জন।ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের মাণ্ডিতে। পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় হায়দরাবাদের ২৫ জন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার এই দলটি নদীর ধারে বেড়াতে আসে। তখনই হঠাত্ নিকটবর্তী লারজি বাঁধ থেকে জল ছাড়া হয়। জল ছাড়ার কথা আগে থেকে ঘোষণা করা হয়নি বলে অভিযোগ। হড়পা বাণের সামনে নড়াচড়ার বিন্দুমাত্র সুযোগ না পেয়ে ভেসে যান ওই পড়ুয়ারা।

Advertisement

উদ্ধারকারীরা জানিয়েছেন, সোমবার খুব ভোর থেকে শুরু হয়েছে উদ্ধারকার্য। এখনও পর্যন্ত মিলেছে তিন জন ছাত্র এবং দু’জন ছাত্রীর দেহ। তাঁরা জানিয়েছেন, বিপুল পরিমাণে জল ছাড়া হয়েছে এবং নৌকা কম থাকার জন্য ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছেছেন ডুবুরিরা। নৌকা করে নিখোঁজদের সন্ধান চালাচ্ছেন উদ্ধারকারী জওয়ানরা।

রাজ্যের কাছ থেকে দুর্ঘটনার সবিস্তার রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় সরকার। মাণ্ডির ডিভিশনাল কমিশনারকে দিয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ। দুর্ঘটনা রোধ করতে বিভিন্ন ব্যবস্থা নিতে বলেছেন তিনি।ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে লারজি বাঁধের রেসিডেন্ট ইঞ্জিনিয়ারকে। কর্তব্যে গাফিলতির জন্য বাঁধের কর্মীদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

উদ্ধারকার্য তদারকি করতে বিদ্যুত্‌মন্ত্রী সুজান সিংহ পাথানিয়াকে নিয়ে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী। এ দিন মাণ্ডিতে যান কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি এবং তেলঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী।

না জানিয়ে জল ছাড়া হয়েছে, এই অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement