বিমান হানায় আহত আইএস-এর প্রধান আবু বকর

ইসলামিক স্টেট ৯ (আইএস)-এর বিরুদ্ধে লড়াইয়ে নতুন পর্যায় শুরুর ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে এক সাক্ষাত্‌কারে এ কথা বলেন তিনি। সম্প্রতি ইরাকে যে নতুন ১৫০০ সেনা পাঠানো হয়েছে, তারা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি জানান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৪ ২১:০৩
Share:

আক্রমণের প্রস্তুতি। মার্কিন রণতরী কার্ল ভিশনে। ছবি: এএফপি।

ইসলামিক স্টেট ৯ (আইএস)-এর বিরুদ্ধে লড়াইয়ে নতুন পর্যায় শুরুর ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে এক সাক্ষাত্‌কারে এ কথা বলেন তিনি। সম্প্রতি ইরাকে যে নতুন ১৫০০ সেনা পাঠানো হয়েছে, তারা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি জানান। পাশাপাশি, মার্কিন বিমান হানায় আইএস-এর প্রধান আবু বকর আলবাগদাদি গুরুতর আহত হয়েছেন খবর পাওয়া গিয়েছে। যদিও আইএস-এর পক্ষ থেকে কিছু জানান হয়নি।

Advertisement

প্রেসিডেন্ট ওবামা জানিয়েছেন, এত দিন আইএস-এর অগ্রগতি ঠেকানোই ছিল ইরাকি সেনা, কুর্দ পেশমেরগাদের প্রধান লক্ষ্য। এই লক্ষ্যপূরণে সাহায্য করতে ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বে অবিরাম বিমান হানা চালানো হয়েছে। ওবামার দাবি, লাগাতার বিমান হানায় সাফল্য মিলেছে। অনেকাংশে আইএস-এর অগ্রগতি ঠেকানো গিয়েছে। এ বারে ইরাকে সেনা ও পেশমেরগা যোদ্ধারা আইএস-এর দখলে থাকা অঞ্চল পুনরুদ্ধারে নামবে বলে জানিয়েছেন ওবামা।

আইএস-এর দখলে থাকা অঞ্চলের অল্প কিছু অংশ এর মধ্যে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি ওবামা-র। নতুন মার্কিন সেনারা ইরাকি সেনাকে সাহায্য, আইএস বিরোধী অভিযানের পরিকল্পনা এবং প্রশিক্ষণের কাজে সাহায্য করবে বলে ওবামা জানিয়েছেন। কিন্তু কোনও অবস্থায়ই মার্কিন সেনা সরাসরি সংঘর্ষে জড়াবে না বলে ওবামা জানান।

Advertisement

অন্য দিকে, আইএস বিরোধী জোটের বিমান হানায় আইএস-প্রধান আবু বকর আলবাগদাদি গুরুতর ভাবে আহত হয়েছেন বলে খবর। যদিও আইএস-এর তরফে কিছু জানা যায়নি। শুক্রবার ইরাকের উত্তরে মসুলে আইএস-এর একটি কনভয়ের উপরে বিমান হামলা হয়। ইরাকি সরকারের দাবি, এই কনভয়ে ছিলেন আবু বকর আলবাগদাদি। হানায় তিনি গুরুতর আহত হয়েছেন। অন্য সূত্রের খবর, শনিবার আনবার প্রদেশের কোয়াইমে বিমান হানায় আবু বকর আলবাগদাদি আহত হয়েছেন। ইরাকের প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল-ওবেইদি ফেসবুকে জানিয়েছেন, বিমান হানায় আইএস-এর অন্যতম নেতা আবু-মুসলিম আল-তুর্কমানি-র মৃত্যু হয়েছে। আবু বকর প্রাণে বাঁচলেও গুরুতর ভাবে আহত হয়েছেন। যদিও মার্কিন প্রশাসনের তরফে এই বিষয়ে এখনও কিছু জানান হয়নি

আবু বকর আলবাগদাদি

জন্ম: ৭০’-এর দশকে ইরাকের সামারায়।

ধর্ম: সালাফি সুন্নি মুসলমান।

শিক্ষা: ইসলামিক স্টেট অফ বাগদাদ থেকে ইসলামিক শিক্ষা।

উগ্রপন্থা: ইরাকে আল-কায়দার অন্যতম প্রতিষ্ঠতা। পরে আল-কায়দা থেকে বিচ্ছিন্ন হয়ে ইসলামিক স্টেট গড়ে তোলেন।

অভিযোগ: ইরাকের একাধিক জায়গায় নানা হামলার মূল চক্রী। অনেকে এতে প্রাণ হারিয়েছেন। পরে আইএস-এর প্রধান হয়ে সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ অঞ্চল দখলে আনা।

পদ: ইসলামিক স্টেট-এর স্বঘোষিত খলিফা।

গ্রেফতার: মার্কিন সেনার হাতে ক্যাম্প বুকায় বন্দি। কয়েক বছর পরে মুক্ত।

প্রাণসংশয়: সিরিয়ার রাক্কায় বিমান হানায় আহত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন