ব্যারাকপুরের হাসপাতাল থেকে নিখোঁজ রোগিণী, প্রতিবাদে পথ অবরোধ

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৪ ২১:২৭
Share:

হাসপাতাল থেকে এক রোগিণীর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটল। বুধবার ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালে। পুলিশ জানিয়েছে, ওই রোগিনীর নাম বাণী শর্মা। তিনি শ্যামনগর চার নম্বর বিবেকানন্দ গড়ের বাসিন্দা। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে এ দিন বেশ কিছু ক্ষণ বি টি রোড অবরোধ করেন রোগিনীর আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয় কংগ্রেস নেতা সম্রাট তপাদার বলেন, “সরকারি হাসপাতালেই যদি নিরাপত্তার এই অবস্থা হয়, তা হলে রাজ্যের বর্তমান সরকারের কাছ থেকে আমরা কী নিরাপত্তা আশা করতে পারি?”

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, গত রবিবার কিডনির সমস্যা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন বাণীদেবী। তিনি মানসিক অবসাদগ্রস্ত ছিলেন বলেও জানান তাঁর পরিবারের লোকজন। বাণীদেবীর দায়িত্বে থাকা নার্সরা জানিয়েছেন, ভর্তি হওয়ার পর থেকেই তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বাথরুমে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। পরে ঘণ্টাখানেকের চেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়। তাঁর পরিবার সূত্রে খবর, এ দিন সকালে হাসপাতালে খাবার দিতে গিয়ে তাঁরা জানতে পারেন মঙ্গলবার রাত থেকেই খোঁজ মিলছে না তাঁর। সঙ্গে সঙ্গে তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগী কল্যাণ সমিতিকে বিষয়টি জানান। পুলিশেও নিখোঁজ ডায়েরি করা হয়।

ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা ব্যারাকপুরের মহকুমাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, “কী ভাবে এমন ঘটল, তা হাসপাতাল সুপারকে খতিয়ে দেখতে বলেছি। তদন্ত কমিটি তৈরি হয়েছে। পুলিশকেও বলেছি অবিলম্বে ওই রোগিণীকে খুঁজে বার করতে।” হাসপাতালের সুপার মৃদুল বসু বলেন, “তদন্ত চলছে। হাসপাতালের তরফ থেকেও নিখোঁজ ডায়েরি করা হয়েছে।” ব্যারাকপুরের গোয়েন্দা প্রধান সি সুধাকর বলেন, “ওই রোগিণীর পরিবারের লোকজন প্রথমে নিখোঁজ ও পরে অপহরণের অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের ভিত্তিতে এক জন অ্যাম্বুল্যান্স চালককে আটক করা হয়েছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement