Cyber Fraud in Kolkata

হাজার টাকা জরিমানা দিন! ফোনে আসা মেসেজে ক্লিক করতেই গায়েব পাঁচ লক্ষ, প্রতারণার তদন্তে কলকাতা পুলিশ

পর্ণশ্রী থানা এলাকার বাসিন্দা কুণাল মাইতি। গত ১১ নভেম্বর সাইবার প্রতারণার অভিযোগে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২১:১১
Share:

সাইবার প্রতারণার মাধ্যমে পাঁচ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ কলকাতায়। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ট্রাফিক আইন ভাঙার অভিযোগে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। এই মর্মে হোয়াট্‌সঅ্যাপে একটি বার্তা এসেছিল। সঙ্গে ছিল লিঙ্ক। তাতে ক্লিক করাই কাল হয়ে দাঁড়াল। মাত্র ন’মিনিটের মধ্যে পাঁচ লক্ষের বেশি টাকা খোয়ালেন কলকাতার এক ব্যক্তি। তাঁর চোখের সামনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা কেটে গেল। চেষ্টা করেও আটকাতে পারলেন না।

Advertisement

পর্ণশ্রী থানা এলাকার হেমন্ত মুখোপাধ্যায় রোডের বাসিন্দা কুণাল মাইতি। গত ১১ নভেম্বর সাইবার প্রতারণার অভিযোগে পর্ণশ্রী থানায় জেনারেল ডায়েরি করেছিলেন তিনি। তার ভিত্তিতে এফআইআর রুজু হয়েছে বুধবার। অভিযোগ, নিজের ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট থেকে ৫ লক্ষ ১৩ হাজার ৭৫০ টাকা হারিয়েছেন কুণাল।

ঠিক কী ঘটেছিল? কুণাল জানিয়েছেন, ১১ তারিখ একটি নির্দিষ্ট নম্বর থেকে নিজের হোয়াট্‌সঅ্যাপে মেসেজ পান তিনি। সেখানে বলা হয়েছিল, তিনি ট্রাফিক আইন ভেঙেছেন। তার জন্য ১০০০ টাকা জরিমানা দিতে হবে। জরিমানার চালান দেখার জন্য একটি লিঙ্ক দেওয়া হয়েছিল। তাতে ক্লিক করেন কুণাল। সঙ্গে সঙ্গে একটি অ্যাপ তাঁর ফোনে ডাউনলোড হয়ে যায়। তাতে এক টাকা দিতে বলা হয়। তা আবার তাঁর অ্যাকাউন্টে ফিরে যাবে বলেও জানানো হয়েছিল। কিন্তু এতে সন্দেহ হয় কুণালের। তিনি দ্রুত ওই অ্যাপ ফোন থেকে মুছে দেন।

Advertisement

এর ঠিক তিন ঘণ্টা পরে পাসওয়ার্ড পরিবর্তনের জন্য ফোনে একটি ওটিপি পান কুণাল। তার পর একাধিক ওটিপি ফোনে ঢুকতে থাকে। বিকেল ৫টা ৫১ মিনিট থেকে ৬টার মধ্যে তাঁর ব্যাঙ্ক থেকে সাত বার টাকা কাটা হয়। জাতীয় সাইবার অপরাধ হেল্পলাইনে ফোন করেছিলেন কুণাল। যাবতীয় তথ্য দিয়ে সেখানে অভিযোগ নথিভুক্ত করেছেন। তার পরেই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কুণালের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও প্রতারকদের হদিস পাওয়া যায়নি। উদ্ধার করা যায়নি তাঁর টাকাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement