বারাণসীতে আপ সমর্থকদের মারধর, অভিযুক্ত বিজেপি

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৪ ১২:০৫
Share:

বারাণসীতে তিন আপ সমর্থককে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সোমবার রাতে অসি ঘাটের ঘটনা। প্রহৃত অঙ্কিত লাল জানিয়েছেন, ওই রাতে ঘাটের সামনে একটি দোকানে দাঁড়িয়ে জল খাচ্ছিলেন তাঁরা তিন জন। সেই সময় বিজেপির কয়েক জন সমর্থক এসে তাঁদের দলীয় টুপি খুলতে বলেন। অভিযোগ, কথা না-শোনায় তাঁদের উপর চড়াও হন বিজেপির সমর্থকরা। রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় ওই তিন জনকে। ভেলুপুরের পুলিশ আধিকারিক ভি কে সিংহ জানান, অসি ঘাটে আপ-এর সমর্থকদের সঙ্গে বচসা হয়ে বিজেপির কর্মীদের। উভয় পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। এই ঘটনায় আপ-এর তরফে ১৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন অঙ্কিত লাল ও তাঁর দুই সহযোগী।

Advertisement

উত্তরপ্রদেশে আপ-এর মুখপাত্র বৈভব মাহেশ্বরী জানান, ওই দিনের ঘটনায় এক সমর্থকের নাকের হাড় ভেঙে গিয়েছে। অন্য এক জনের কানেও গুরুতর আঘাত লেগেছে। সমর্থকদের উপর আক্রমণের তীব্র নিন্দা করে আপ-এর সর্বভারতীয় মুখপাত্র সঞ্জয় সিংহ বিজেপিকেই দায়ী করেছেন। তিনি বলেন, “বারাণসীতে আপ-এর জনপ্রিয়তা বাড়তে থাকায় হতাশ হয়েই এ সব কাণ্ড ঘটাচ্ছে বিজেপি।” সমর্থকদের উপর হামলার কথা জানানোর পরেও নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement