বালিতে পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিখোঁজ হওয়ার দু’দিন পরে এলাকার একটি পুকুর থেকে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে বালির কামারপাড়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তরুণ গঙ্গোপাধ্যায় (৫০)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:১৮
Share:

নিখোঁজ হওয়ার দু’দিন পরে এলাকার একটি পুকুর থেকে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে বালির কামারপাড়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তরুণ গঙ্গোপাধ্যায় (৫০)। তিনি কামারপাড়ারই পি কে গাঙ্গুলি রোডের বাসিন্দা।

Advertisement

পুলিশ জানিয়েছে, তরুনবাবু গত মঙ্গলবার থেকেই নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি পুকুরে তাঁর দেহ ভেসে থাকতে দেখেন বাসিন্দারা। পুলিশের অনুমান, ওই পুকুরে তিনি হাত-পা ধুতে নেমেছিলেন, তখনই কোনও ভাবে পা পিছলে তলিয়ে যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement