বন্ধ হল হাওড়ার ভারত জুটমিল

রাজ্যে একের পর এক জুটমিলগুলি বন্ধ হচ্ছে। কোথাও শ্রমিক অসন্তোষ, তো কোথাও আবার বরাত কম হওয়ায় উত্পাদন কম— এ রকম নানা কারণ দেখিয়েই জুটমিলগুলি বন্ধ করে দিচ্ছেন কর্তৃপক্ষেরা। যার জেরে কর্মহীন হয়ে পড়ছেন হাজার হাজার কর্মী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৫ ১৬:৪৯
Share:

রাজ্যে একের পর এক জুটমিলগুলি বন্ধ হচ্ছে। কোথাও শ্রমিক অসন্তোষ, তো কোথাও আবার বরাত কম হওয়ায় উত্পাদন কম— এ রকম নানা কারণ দেখিয়েই জুটমিলগুলি বন্ধ করে দিচ্ছেন কর্তৃপক্ষেরা। যার জেরে কর্মহীন হয়ে পড়ছেন হাজার হাজার কর্মী। বন্ধ কারখানার তালিকায় রবিবারের নতুন সংযোজন হল হাওড়ার দাশনগরের ভারত জুটমিল। এ দিন সকালেই ভরত জুটমিলের গেটে ‘সাসপেনশন অব ওযার্ক’-র নোটিস ঝুলিয়ে দেন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, কারখানার শ্রমিকেরা ঠিকমতো কাজ করছেন না। সেই কারণেই এই সিদ্ধান্ত। এ দিন সকালে কাজ করতে এসে শ্রমিকেরা সাসপেনসন অব ওয়ার্কের নোটিস দেখেন। এর পরই তাঁদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। শ্রমিকদের অভিযোগ, তাঁদেরকে না জানিয়ে কর্তৃপক্ষ কীভাবে এই সিদ্ধান্ত নিলেন? এই জুটমিলে মোট ৮৫০ কর্মী কাজ করেন। কর্তৃপক্ষের এ রকম সিদ্ধান্তে কর্মহীন হয়ে পড়লেন তাঁরা। শনিবারই শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে যায় কামারহাটি জুটমিল। উত্পাদন ঠিক মতো হচ্ছে না বলে কর্তৃপক্ষ সাসপেনশন অব ওয়ার্কের নোটিস দেন। তার জেরে ৩৫০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement