ছবি: এএফপি।
সম্প্রতি ইংল্যান্ড টেস্ট সিরিজে ধোনিবাহিনীর শোচনীয় পরাজয়ের পর সমালোচনার ঝড় বয়ে যায় দেশজুড়ে। প্রশ্ন ওঠে কোচ ডানকান ফ্লেচারের ভূমিকা নিয়েও। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি এক দিনের ক্রিকেট খেলতে নামার আগে মঙ্গলবার টিম ম্যানেজমেন্টে বড়সড় রদবদল করল বিসিসিআই। টিম ডিরেক্টর হিসাবে নিয়োগ করা হল রবি শাস্ত্রীকে। ডানকানের সহযোগী কোচ হিসাবে আনা হয়েছে অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গার ও প্রাক্তন ফাস্ট বোলার ভরত অরুণকে। পাশাপাশি, এই সিরিজের জন্য ‘অব্যাহতি’ দেওয়া হল বোলিং কোচ জো ডস ও ফিল্ডিং কোচ ট্রেভর পেনিকে। সেই জায়গায় আনা হয়েছে আর শ্রীধরকে।
টিম ম্যানেজমেন্টে হঠাত্ বড়সড় রদবদল করে বিসিসিআই কার্যত ফ্লেচারের ডানা ছাঁটলো বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আগামী ২৫ অগস্ট থেকে শুরু হবে এক দিনের ক্রিকেট সিরিজ। ফ্লেচারকে প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি না দিলেও রবি শাস্ত্রীকে টিম ডিরেক্টর হিসাবে নিয়োগ করে তাঁকে বোর্ড এক রকম সতর্কবার্তা দিয়ে রাখল বলেও মনে করছেন তাঁরা।
‘ড্যামেজ কন্ট্রোল’-এর জন্য এ ধরনের সিদ্ধান্ত এর আগেও নিয়েছে বোর্ড। ২০০৭ সালে বিশ্বকাপে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর গ্রেগ চ্যাপেলকে কোচের পদ থেকে সরিয়ে এই রবি শাস্ত্রীকে ক্রিকেট ম্যানেজার-এর দায়িত্ব দেয় বোর্ড।